adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচদিন হিলিতে আমদানি-রফতানি বন্ধ থাকবে

HILIডেস্ক রিপাের্ট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩-২৭ জুন টানা পাঁচদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে পাসপোর্টে দুদেশের মধ্যে মানুষের যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

বৃহস্পতিবার (১৫ জুন) অ্যাসোসিয়েশনের এক বৈঠকে ঈদ উপলক্ষে ২৩ জুন শুক্রবার থেকে ২৭ জুন মঙ্গলবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়। 

২৮ জুন বুধবার থেকে বন্দরের সব কার্যক্রম ফের চালু হবে। সে অনুযায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি হিলি কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, আমদানি রফতানিকারক, ভারতের এক্সপোর্টার্স অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

বন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ভারপ্রাপ্ত ম্যানেজার অশিত কুমার স্যানাল জানান, যেহেতু আগামী ২৩-২৭ জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তাদের সঙ্গে সংগতি রেখেই টানা ৫ দিন পণ্য লোড-আনলোড ও ডেলিভারিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের সহকারী কমিশনার মো. ফখরুল আমিন চৌধুরী জানান, ঈদ উপলক্ষে টানা পাঁচ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও ব্যাগেজ কার্যক্রম চালু রাখার জন্য হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে কাস্টমসের একটি বিভাগ খোলা থাকবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া