adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ, হল ত্যাগের নির্দেশ

olama_95177ডেস্ক রিপোর্ট :  ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের নিয়োগ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিকাল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ড গঠন নিয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার  ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়।

শনিবার সকাল থেকেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। কিন্তু বেলা সাড়ে ১২টার দিকে সহ-সভাপতি ও টেন্ডার প্রত্যাশী গ্রুপটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে ডায়না চত্বরের কাছাকাছি পৌঁছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এসময় ছাত্রলীগের টেন্টে অবস্থানরত নেতাকর্মীরাও বিক্ষোভ শুরু করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত পাঁচ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আবার সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি আগামীকাল আজ রবিবার থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার বিকাল পাঁচটার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোছাইন বলেন, ‘ক্যাম্পাসের উদ্ভুত পরিস্থিতির কারণে হল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার বিকাল পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশ সম্বলিত নোটিশ স্ব স্ব হলে টানিয়ে দেয়া হয়েছে। শীতকালীন ছুটি শেষে আগামী ৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ফের চালু হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া