adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অর্থ পাচার মামলায় জামিন পেলেন মোর্শেদ খান

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ পাচার মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানে মোর্শেদ খানের জামিনের এ আদেশ দেন। এরআগে বুধবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মোর্শেদ খান। বিকেল ৪টার দিকে তার জামিন আবেদনের শুনানি শেষ হয়। শুনানি শেষে বিচারক মোর্শেদ খানের জামিন আবেদন মঞ্জুর করেন।
২০০৯ ও ২০১২ সালের মানি লন্ডারিং আইনের আওতায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর এ মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান খান।   
মামলায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের ৫ ও ৯ ধারার বিধান ভঙ্গের অভিযোগ করা হয়েছে।  এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অুনমোদন ছাড়াই মোর্শেদ খান বিদেশে অর্থপাচার করেছেন বলেও অভিযোগ করেছে দুদক।  
শুনানিকালে আসামিপরে আইনজীবী শাহ মঞ্জুরুল হক পুরো অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া