adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি না হলে মিরপুর টেস্ট জিতবো : আমলা

 HASHEM AMLAক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে র‌্যাংকিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের কাছে পিছিয়ে থাকে প্রোটিয়ারা। ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি হওয়ায় শেষ অবধি পিছিয়ে থাকা ম্যাচে ড্র করে প্রোটিয়ারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুরে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আর এ টেস্টের মধ্য দিয়েই শেষ হবে দ. আফ্রিকার বাংলাদেশ সফর।
মিরপুর টেস্টে জয়ের জন্যই মাঠে নামবে সফরকারী দলটি। বুধবার (২৯ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। দ্বিতীয় টেস্টের লক্ষ্যের কথা জানিয়ে আমলা বলেন, ‘আমরা শুরুটা ভালো করতে চাই। শুরু ভালো হলে দল ভালো পজিশনে চলে যাবে। তারপর অবশ্যই জয় চাইব। আমরা জয়ের জন্যই খেলব। আর লক্ষ্য বাস্তবায়নের জন্য দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ।’
প্রথম টেস্ট ড্র হওয়ায় হতাশা আছে কি না-এমন প্রশ্নের জবাবে প্রোটিয়া অধিনায়ক বলেন, প্রথম টেস্টে বৃষ্টি হয়েছিল। ম্যাচ কোন দিকে যেত সেটা বলা মুশকিল। দ্বিতীয় টেস্টে মাঠে নামতে দলের ক্রিকেটাররা মুখিয়ে আছে। উপমহাদেশে আমাদের ভালো রেকর্ড রয়েছে। তবে এখানে খেলা কঠিন। এখানে গরমটা বেশি। তারপরও আশা করি ছেলেরা ভালো করবে।
দক্ষিণ আফ্রিকান ওপেনার ডিন এলগারের প্রশংসা করে আমলা বলেন, ‘এলগার প্রথম টেস্টে চমৎকার খেলেছে। দারুণভাবে সামলেছে বাংলাদেশের বোলারদের। ওপেনাররা ভালো শুরু করতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া যাবে। এ কারণে আবারো বলছি, প্রথম সেশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া