adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাগপার হাল ধরবেন রেহানা প্রধান

Jagpaডেস্ক রিপাের্ট : সাবেক ছাত্রনেতা শফিউল আলম প্রধানের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আত্মপ্রকাশ ঘটে ১৯৮০ সালের ৬ এপ্রিল। জাতীয় ও ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতির মুক্তির পথে সকল বাধাকে সরিয়ে দাও- এই স্লোগান নিয়ে জাগপার পথ চলা শুরু হয়।

গত ৩৭ বছরের এই চলার পথে বিভিন্ন সময় ভাঙনের মুখে পড়ে দলটি। তবে বার বার শফিউল আলম প্রধান সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু দলের কান্ডারির আকস্মিক মৃত্যু নেতাকর্মীদের ব্যথিত করেছে। তবে শোক কাটিয়ে শফিউল আলম প্রধানের আদর্শ বাস্তবায়নে তারই সহধর্মিনী দলের সিনিয়র সহসভাপতি অধ্যাপিকা রেহেনা
প্রধানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে চান জাগপার নেতাকর্মীরা। এছাড়া শফিউল আলম প্রধানের একমাত্র মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য নেতাকর্মীদের সম্মতি আছে। দলীয় সূত্রে এমনটাই জানা গেছে।

রেহানা প্রধান বর্তমানে জাগপার সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। রেহেনা প্রধান ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত।  

এ বিষয়ে জানতে চাইলে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বলেন, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহসভাপতি দায়িত্ব নেবেন। আগামী শুক্রবার নেতার (শফিউল আলম প্রধান) কুলখানি, এরপর চল্লিশা আছে। এগুলোর  পর আমরা বসে ঠিক করবো দলের নেতৃত্বকে দেবেন। আনুষ্ঠানিকভাবে আমাদের নেত্রী অধ্যাপিকা রেহেনাকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা বর্ধিত সভা আহ্বান করবো।’

তিনি বলেন, ‘প্রথমে তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। পরে আমরা কাউন্সিল বা বর্ধিত সভা ডেকে সকলের সম্পতিতে তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিতে পারি।’

শফিউল আলম প্রধানের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে দলের নেতাকর্মীরা কাজ করে যাবে উল্লেখ করে জাগপার সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেতার মৃত্যুতে শুধু দলের নয়, দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’

গত বছর ৯ অক্টোবর শফিউল আলম প্রধানকে অব্যাহতি দিয়ে জাগপা থেকে একটি অংশ বের হয়ে যায়। জাগপা নামেই নতুন কমিটি গঠিত করা হয়। দলটির সহ-সভাপতি একেএম মহিউদ্দিন আহাম্মেদকে সভাপতি ও এ্যাডভোকেট হাজী মো. মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে। তবে এ অংশটি ২০ দলীয় জোটে শরীক নয়।

চলতি বছরের ৪ এপ্রিল জাগপার নতুন অংশের কাউন্সিল করার কথা থাকলেও এখন পর্যন্ত সম্মেলনের তারিখ ঠিক করতে পারেনি তারা। তবে জাগপার নামে দলের নিবন্ধন নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন বরাবর আবেদন জমা দিয়েছে নতুন কমিটির নেতারা।

এ বিষয়ে মুজিবুর রহমান বলেন, ‘আমরা গত বছর শফিউল আলম প্রধানকে বহিষ্কার করে জাগপার দায়িত্ব নিয়েছি। নির্বাচন কমিশনে আবেদন করেছি আমাদের নামে নিবন্ধন দেওয়ার জন্য। এখনও কমিশনে শুনানির জন্য ডাকা হয়নি।’

তিনি বলেন, ‘গত বছর আমাদের দলীয় কাউন্সিলের আলোকেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। যেহেতু আমরা প্রধানকে বহিষ্কার করেছি সেক্ষেত্রে আমাদের নামে নিবন্ধন হবে বলে আশা করছি।’

কাউন্সিল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা কাউন্সিল করবো। তবে এখনও তারিখ ঠিক করা হয়নি।’

উল্লেখ্য, রোববার ভোরে আসাদ গেটের নিজ বাসায় জাগপা সভাপতি শফিউল আলম প্রধান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানকে বনানী কবরস্থানে তার বাবা পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার গমির উদ্দিন প্রধানের কবরের পাশে সমাহিত করা হয়। -পরিবর্তন

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া