adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী অগ্রযাত্রায় মূল বাধা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ : ইনু

 

 

নিজস্ব প্রতিবেদক  : সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও জঙ্গিবাদ এই তিনটি দানব সমাজ ও রাষ্ট্রে বিদ্যমান। এই তিন দানবকে সমাজ ও রাষ্ট্র থেকে দূর করতে না পারলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সাংবাদিকদের নেতৃত্বে নারী সাংবাদিকদের অবস্থান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নারীর অধিকার একটি দীর্ঘস্থায়ী লড়াই। এই লড়াইয়ে পুরুষ ও নারী উভয়ের একসঙ্গে কাজ করতে হবে। এই লড়াই নারী একার নয় উল্লেখ করে তিনি বলেন, নারীকে সমাজে ছোটো বা খাটো করে দেখার  কোন সুযোগ নেই।নারী অধিকার প্রতিষ্ঠায় নিজ পরিবার থেকে উদ্যোগ নিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, আপনি মারা যাওয়া আগেই আপনার সম্পত্তি ছেলেমেয়েকে সমানভাবে ভাগ করে দিয়ে যান। না হয় আপনি মারা যাওয়ার পর সমাজ ও আইনের কারণে এটি বাস্তবায়ন নাও হতে পারে। তিনি বলেন, রমনা পার্কে ছেলে  মেয়েরা পাশাপাশি বসে গল্প করছে, এটিকে লিডিং পত্রিকাগুলো প্রথম পাতায় আপত্তিকর অবস্থায় বলে ক্যাপশন দিয়ে প্রকাশ করে।তিনি প্রশ্ন রেখে বলেন,  ছেলে মেয়েরা কী বন্ধু হতে পারে না? একসঙ্গে বসে গল্প করতে পারে না? এই মনমানসিকতা পরিবর্তন করতে হবে বলেও জানান তথ্যমন্ত্রী।নারী পুরুষকে একসঙ্গে হাঁটার পরামর্শ দিয়ে ইনু বলেন, পাশাপাশি হাঁটলে লজ্জার কিছু  নেই।কাজের জায়গায় নারীর  বৈষম্য-নির্যাতন রোধ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তথ্যমন্ত্রী।সাংবাদিক ইউনিয়নগুলোতে নারীদের জন্য ৩০ ভাগ কোটা রাখারও দাবি জানান তিনি।ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ বলেন, নারীরা পুরুষের চেয়ে যোগ্যতায়  কোন অংশেই কম নয়। আমরা যখন নারীর অধিকারের কথা যখন বলি তখনই  তেতুঁল হুজুরদের আবির্ভাব ঘটে। এই তেতুঁল হুজুরদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বলেন, সাংবাদিকতা পেশায় নারী অবস্থান এমনিতেই দুর্বল। সেখানে নেতৃত্বে  পেতে হলে সংখ্যাগরিষ্ঠতা দরকার। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নারীদের আরো এগিয়ে আসতে হবে।তিনি বলেন, একটি কাগজ নারীদের নিয়োগই চায় না। আর দিলেও তাদের দুর্বল কাজগুলো দেওয়া হয়। এই মানমানসিকতা পরিবর্তন করতে হবে। নারীদের দাবি আদায় করে নিতে হবে যোগ্যতা ও কাজ দিয়ে। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার ঘরে যেমন পারদর্শী ঘরের বাইরেও তেমন পারদর্শিতা দেখিয়ে আপনাদের অবস্থান তৈরি করবেন।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্যা ইনডেপেন্ডেন্ট পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট শাহানাজ  বেগম।সংগঠনের সহ-সভাপতি মনোয়ারা মনুর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া