adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নীলফামারীর ৫০ হাজার মানুষ লংমার্চে যোগ দেবে

ডেস্ক রিপোর্ট : তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিএনপির বুধবারের সমাবেশ সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নীলফামারী জেলা শাখার নেতাকর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত জেলা শহর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে লংমার্চ লিফলেট বিতরণ করছেন তারা।
মাইকিং করার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে তিস্তাকে বাঁচিয়ে রাখার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানাচ্ছেন সবাইকে।  ২৩ তারিখের সমাবেশে নীলফামারী জেলা থেকে ৫০ হাজার মানুষ যোগ দেবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। 
সোমবার দুপুরে লংমার্চ সফলে প্রস্তুতিমূলক সভা শেষে জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান সাংবাদিকদের জানান, তিস্তার ন্যায্য হিস্যা আদায়, লাখ লাখ হেক্টর জমির বোরো ধান রক্ষা তথা মরুকরণ থেকে রংপুরকে রক্ষার জন্য লংমার্চ শুধু বিএনপির নয়, সব মানুষের দাবির কর্মসূচি এটি। এ লংমার্চ সফল হলে মানুষের অধিকার রক্ষা পাবে। জনগণের পক্ষে ঘোষিত এ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যাচ্ছে। 
সোমবার শহরের বিভিন্ন স্থানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর সরকারের নেতৃত্বে লংমার্চ সফল করতে লিফলেট বিতরণ করা হয়। জজ কোর্ট, ডিসি অফিস, মাধার মোড়, চৌরঙ্গি মোড়সহ শহরে লিফলেট বিতরণের সময় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আযম, নিকসুর প্রাক্তন জিএস আজিম হোসেন, প্রাক্তন ছাত্রদল নেতা খালিদ বিন তিবরিজ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে বুধবার তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে লংমার্চের শেষ সমাবেশে মিলিত হবে বিএনপির লংমার্চ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া