adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘যুক্তরাষ্ট্র এক ইঞ্চি অগ্রসর হলে আমরা আক্রমণ চালাব’

b b bআন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান দ্বন্দ্বে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত দ্বিতীয় চই জানিয়েছেন, 'যুক্তরাষ্ট্র আমাদের ওপর আক্রমণ চালাবে না তবে যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার দিকে এক ইঞ্চি এগোয় তাহলে আমরা আক্রমণ চালাব। '

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম স্কাইনিউজ কোরিয়ার রাষ্ট্রদূতের প্রায় ২ মিনিটের একটি সাক্ষাৎকার  প্রকাশ করেছে যেখানে তিনি এ মন্তব্য করেন।

চই আরো বলেন, উত্তর কোরিয়া কিম জং উনের নেতৃত্বে ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে প্রস্তুত। তবে কখন তার পরীক্ষা চালানো হবে তা নিশ্চিত করেন নি তিনি। বলেন, 'আমি এই মুহূর্তে যুক্তরাজ্যে, নিজ দেশে নই, তাই সঠিক সময়সূচি জানাতে পারছি না। ' তবে আমাদের সর্বোচ্চ নেতার নির্দেশে যথা সময়ে এ পরীক্ষা চালানো হবে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যদি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পেত। তাহলে পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কখনোই চালু করত না। বরং যুক্তরাষ্ট্রের হুমকিকে জবাব দিতে আমরা আমাদের সক্ষমতাকে আরো বৃদ্ধি করছি। '

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া