adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে লাইভে খুনের দৃশ্য

facebook-killingডেস্ক রিপাের্ট : ক্লিভল্যান্ডের পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে, যিনি ফেসবুকের লাইভে এসে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে সোমবার প্রকাশিত খবরে বলা হয়, নিহত ব্যক্তিটির নাম রবার্ট গুডউইন। তার বয়স ৭৪ বছর। স্টিভ স্টিফেন্স নামের ওই অভিযুক্ত পরে ফেসবুকে আলাদা আরেকটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তিনি বলছেন যে তিনি এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করেছেন এবং আরো মানুষকে হত্যা করতে আগ্রহী।
ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেছেন, তারা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত। বাদবাকি হত্যাকাণ্ডের শিকারদের সম্পর্কে তার জানা নেই। 
অভিযুক্ত স্টিফেন্সের একটি ছবিও তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ক্লিভল্যান্ডের পুলিশ। এতে বলা হয়, অভিযুক্ত খুনী ৬ ফুট ১ ইঞ্চি লম্বা একজন কৃষ্ণাঙ্গ। 
নিহত গুডউইনকে সে দৈব চয়নের মাধ্যমে বেছে নিয়েছে বলে মনে করছে পুলিশ। 
বিবিসির খবরে বলা হয়, ফেসবুকে হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার এটাই প্রথম নয়। 
গত জুন মাসে শিকাগোর রাস্তায় এক ব্যক্তি নিজের ভিডিও সরাসরি সম্প্রচারের সময় গুলিতে নিহত হন। 
গত মার্চ মাসে আরেকজন অজ্ঞাত ব্যক্তি ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় ষোল বার গুলিবিদ্ধ হন। 
ফেসবুকের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যে কেউই সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারেন।
২০১০ সালে এই ফেসবুকের লাইভ ফিচার চালু হয়। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই ফিচার বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া