adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ার্নের গোল শূন্য ড্র

BAYRNস্পোর্টস ডেস্ক : বায়ার্নের গোল শূন্য ড্রবুন্দেসলিগায় হোঁচট খেলো শিরোপা প্রত্যাশী বায়ার্ন মিউনিখ। বেয়ার লেভারকুসেনের কাছে গোল শূন্য ড্র করেছে জার্মান দৈত্যরা। অবশ্য এদিন নিষেধাজ্ঞার খড়গে থাকা রবার্ট লেভানদোভস্কি ছিলেন না বলেই ব্যবধানে হের ফের ঘটাতে পারেনি তার দল!

লেভানদোভস্কি না থাকলেও দাপট দেখাতে কোনও অংশেই ছাড় দেয়নি বায়ার্ন। তারপরেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয় দুই অর্ধেই। এমনকি দ্বিতীয়ার্ধে লেভারকুসেন ১০ জনের দলে পরিণত হলেও স্কোর লাইন পাল্টাতে পারেনি জার্মান দৈত্যরা। বিশেষ করে ডেভিড আলাবা, আর্তুরো ভিদাল লক্ষ্যভেদের জোর প্রচেষ্টা চালালেও গোল মুখের বাধায় গোলে পরিণত হয়নি একটিও।

এই ম্যাচ বায়ার্নের হলেও বোমা বিস্ফোরণে চোট প্রাপ্ত ডর্টমুন্ড ডিফেন্ডার মার্ক বার্ত্রার সুস্থতা কামনা করেন উপস্থিত দর্শকরা। তারা বার্ত্রার জার্সি উঁচিয়ে ডর্টমুন্ড ডিফেন্ডারকে আলাদাভাবেই গুরুত্ব দেন এই ম্যাচে। যিনি কিনা কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে বোমার আঘাতে কব্জিতে চোট প্রাপ্ত হন। অবশ্য এই ডিফেন্ডার ইতোমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।    

এই সমতার ফলে দ্বিতীয় স্থানে লিপজিগের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়ালো আটে। ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিপজিগ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া