adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

Zakir_Naik2আন্তর্জাতিক ডেস্ক : অর্থ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইসলামি চিন্তাবিদ জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি বিশেষ আদালত।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এ সপ্তাহের শুরুর দিকে আদালতকে জানান, বারবার সমন পাঠানো হলেও আদালতে হাজির হতে ব্যর্থ হন জাকির নায়েক। তারা দাবি করেন, অর্থ পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত ডিসেম্বর মাসে জাকির নায়েক ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ পাচার মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ মামলায় তার জাকির নায়েকের বিরুদ্ধে তথ্য-প্রমাণ জোগাড় করছে।

৫১ বছর বয়সি ভারতের নাগরিক জাকির নায়েক গ্রেপ্তারে এড়াতে এখন নির্বাসনে আছেন। ধারণা করা হয়, তিনি সৌদি আরবে আছেন।

গত বছর ঢাকায় হলি আর্টিজানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারীরা জাকির নায়েকের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তার নামে এবং তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অন্য কর্মকর্তাদের নামে ভারতে বেশ কয়েকটি মামলা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া