adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগে খেলবেন

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে সময়ের অন্যতম সেরাদের একজন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ওয়ানডেতেও ব্যাট হাতে দাপট আছে ডানহাতি এই ব্যাটারের। আন্তর্জাতিক অঙ্গনে স্মিথের আকাশচুম্বী তারকাখ্যাতি থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাকে নিয়ে খুব বেশি চাহিদা নেই কারও।

নিজেদের টুর্নামেন্ট বিগ ব্যাশে সময় পেলেই খেলেন স্মিথ। কয়েক মৌসুম খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। অভিজ্ঞতা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলারও। তবে তাকে নিয়ে এখন আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তেমন চাহিদা নেই। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা পড়তে পারে স্মিথের।

যুক্তরাষ্ট্রে কদিন পর পর্দা উঠতে যাওয়ায় মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল ওয়াশিংটন ফ্রিডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন স্মিথ। ডানহাতি এই ব্যাটারের রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের অংশীদারিত্ব আছে ওয়াশিংটন ফ্রিডমে।

যার মালিকানায় আছেন সঞ্জয় গোলিভ। নিউ সাউথ ওয়েলসের পুরুষ ক্রিকেট দলের ডিরেক্টর মাইকেল কিলিঙ্গার এবং প্রধান কোচ গ্রেগ শিপার্ড ফ্রিডমেও একই দায়িত্ব পালন করবেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তিতে শর্ত থাকায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এমএলএসের দ্বিতীয় মৌসুমে খেলতে পারেন তিনি।

আগামী বছরও জুলাইয়ে অনুষ্ঠিত হবে এমএলএসের দ্বিতীয় আসর। এদিকে জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগষ্টের শেষ দিকে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তাতে করে আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী সেসময় অস্ট্রেলিয়ার কোনো খেলা নেই।

যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও এমএলএসে স্মিথের খেলতে তেমন কোন বাধা নেই। কদিন আগে অনুষ্ঠিত হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজের ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে মন্তব্য করতে রাজি হননি স্মিথ। এদিকে প্রায়শই নিউ ইয়র্ক সিটিতে সময় কাটান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া