adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক রাতে চেলসি- লিভারপুল ও ম্যানসিটির জয়

EPL-1স্পাের্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের এএফসি বোর্নমাউথের মাঠ থেকে সহজ জয় নিয়ে ফিরেছে চেলসি। এদিকে চেলসির জয়ের রাতে জয় পেয়েছে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটিও। স্বাগতিক স্টোক সিটিকে ২-১ ব্যবধানে লিভারপুল ও হোম ভেন্যুতে হাল সিটির বিপক্ষে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।

শনিবার রাতে বোর্নমাউথের মাঠে ৩-১ গোলে জেতে চেলসি। এ জয়ে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেকধাপ এগিয়েছে আন্তোনিও কন্তের দল। ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। নিজেদের মাঠে ওয়াটফোর্ডকে ৪-০ ব্যবধানে হারানো টটেনহ্যাম হটস্পার ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় লিভারপুল এবং ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

বোর্নমাউথের মাঠে সপ্তদশ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। ভিক্টোর মোজেসের নিচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে দিয়েগো কস্তার নেওয়া শট অ্যাডাম স্মিথের মাথায় লেগে ঠিকানা খুঁজে পায়। তিন মিনিট পর এডেন হ্যাজার্ডের গোলে ব্যবধান দ্বিগুণ করে শিরোপার পথে ছুটে চলা চেলসি। চলতি লিগে বেলজিয়ামের এই ফরোয়ার্ডের এটি ১৪তম গোল। ৬৮তম মিনিটে লিগে মার্কোস আলোনসোর ফ্রি কিক থেকে গোলে নিজেদের ২৪তম জয় নিশ্চিত করে নেয় চেলসি।

৪২তম মিনিটে এক গোল পরিশোধ করে বোর্নমাউথ। ডি বক্সের ডান দিকের একটু ওপর থেকে জশুয়া কিংয়ের শট গোলরক্ষককে পরাস্ত করে। ১১ ম্যাচে নরওয়ের এই মিডফিল্ডারের এটি দশম গোল।

রিটান্নিয়া স্টেডিয়ামে প্রথমার্ধের ঠিক আগে লিড নিয়ে বিরতিতে যায় স্টোক। গোল করেন আইরিশ ফরোয়ার্ড জোনাথন ওয়াল্টার্স। ৭০ মিনিটের মাথায় অল রেডসদের ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান ফিলিপ কৌতিনহো। দুই মিনিট পরেই লিড এনে দেন কৌতিনহোর স্বদেশী রবার্তো ফিরমিনো। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচের নিষ্পত্তি ঘটে।

অপর ম্যাচে চেলসির মতোই আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে স্কোরলাইন ২-০ করেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ৬৪তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার ফাবিয়ান ডেলপ নৈপুণ্যে তিন গোলের লিড নেয় ম্যানসিটি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ভিজিটরদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ইতালির আন্দ্রেয়া রানোচ্চিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া