adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহমুদুর রহমান বললেন-আমিও গুম হতে পারি

M M Mডেস্ক রিপাের্ট : বাংলাদেশ ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে এর বিরুদ্ধে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, ‘গুম, খুন ও গুপ্তহত্যার বিরুদ্ধে মৃত্যু ভয়কে জয় করে জনগণকে রাজপথে নামতে হবে। কারণ ফ্যাসিবাদ মোকাবিলা করতে না পারলে আজ নুুরু গুম, খুন হয়েছে কাল আপনি, আমি যে কেউ এর শিকার হতে পারি।’

শনিবার (১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। পিপলস মুভমেন্ট ফর ডেমোক্রেসি এ সেমিনারের আয়োজন করে। 

সেমিনারে সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশের মিডিয়াকে আজ প্রেসনোট মিডিয়ায় পরিণত করা হয়েছে। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ আজ ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। চৌধুরী আলম, ইলিয়াছ আলী থেকে যে গুম ও গুপ্ত হত্যা শুরু হয়েছে তা দিন দিন বেড়েই চলছে। আমার ধারণা শেখ হাসিনার শাসনামলে এ পর্যন্ত অন্তত ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ হত্যা করা হয়েছে। কিন্তু এ ১০ হাজার মানুষ যদি একদিনে মারা যেতো তাহলে শেখ হাসিনার মসনদ সেদিনই ধসে পড়তো।’

তিনি চট্টগ্রাম থেকে আন্দোলন শুরুর আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের শক্তির উপর আর কিছু নেই, তাই জাতীয়তাবাদী শক্তিকে জনগণের কাছে ফিরে এসে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটাতে হবে।’

বাংলা ভাষা ও বাংলাদেশ নামের ঐতিহ্যের কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘বাংলা ভাষা এবং বাংলাদেশ উভয় মুসলমানদের অবদান।’
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের সাথে প্রতিরক্ষা বিষয়ক যে সমঝোতা চুক্তি হতে যাচ্ছে তা দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। এটা হলে বাংলাদেশ পুরোদমে স্বাধীনতা হারাবে।’
 
সেমিনারে মূল বক্তব্য দেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘অপরাধভিত্তিক আইন অনুযায়ী গুম, খুনের অধিকার রাষ্ট্রকে দেয়া হয়নি। গুম খুনের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো হরতাল হয়নি। চট্টগ্রাম থেকে এ প্রথম হরতালের মাধ্যমে গুমের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ছাত্রদল নেতা নুরুকে বাসা থেকে তুলে নিয়ে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তদন্ত করে তা বের করার দায়িত্ব পুলিশের।’

তিনি আরো বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে হরতাল ডাকা হয়েছে তা শুধু নুরু হত্যার বিচারের জন্য নয়, এ হরতাল ফ্যাসিবাদ ও গুমের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।’  তিনি জেল জুলুম মামলার ভয় না পেয়ে বাংলাদেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, জাতীয়  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক জাহিদুল করিম কচি, ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ান, সাংবাদিক কাদের গণি চৌধুরী, রাজনীতিবীদ আবু সুফিয়ান। ইঞ্জিনিয়ার সেলিম জানে আলমের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক নসরুল কাদির, মহিলা নেত্রী মনোয়ারা বেগম মনি, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া