adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কড়াইল বস্তি এখনও পুড়ছে

KORAILনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার চার ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করলেও এখনও পুড়ছে বস্তির অনেক টিনের ঘর।

বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান। খবর পেয়ে বাহিনীর ১৮টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তবে সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ওই বস্তিতে অনেক মানুষ থাকার কথা জানা গেছে। তবে হতাহতের কোনও তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা পুলিশ। অন্যদিকে, অনেক টিনের ঘর পুড়তে দেখা গেলেও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর কাকরাইল বউবাজার বস্তির একাংশ থেকে ভয়াবহ আগুন লাগে।এতে ৫০০ এর বেশি পরিবারের বাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। একই বছরের মার্চ মাসেও আরেকবার সেখানে আগুন লাগে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া