adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাহুল-মোদীর টুইট আদান-প্রদান

1489306584আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশের মত বড় একটি রাজ্যে জয় পেয়েছে মোদীর দল বিজেপি। সেই সঙ্গে জয় করে নিয়েছে উত্তরাখণ্ড রাজ্যের সংখ্যাগরিষ্ঠ আসন। আর তাতেই বিজেপি প্রধান নরেন্দ্র মোদীকে টুইটে অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী। আর সেই টুইট পাওয়ার পর পাল্টা অভিনন্দন জানাতেও পিছপা হননি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। রাহুলের টুইট পাওয়ার পর পাঞ্জাবের জয়ে কংগ্রেস ও রাহুলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
 
মোদীর উদ্দেশ্যে রাহুল টুইট বার্তায় বলেন, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের বিজয়ে নরেন্দ্র মোদী ও বিজেপিকে আমার অভিনন্দন জানাচ্ছি।’ এর পাশাপাশি গতকাল শনিবার রাহুল আরো বলেন, ‘মানুষের মন জয় না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে।’
 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে আরো জানা যায়, এরপর প্রধানমন্ত্রী মোদীও এক টুইটে রাহুলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গণতন্ত্র দীর্ঘজীবী হোক।
 
গতকাল শনিবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি ও মিত্রশক্তি উত্তর প্রদেশে ৩২৫ আসনে জিতেছে। কংগ্রেস সাত আসনে জয় পেয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া