adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমালিয়ায় ৪৮ ঘণ্টায় নিহত ১১০

SOMALIAআন্তর্জাতিক ডেস্ক :  দক্ষিণ সোমালিয়ায় ৪৮ ঘণ্টায় খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষ ও কলেরায় অন্তত ১১০ জন নিহত হয়েছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন। 

ফেব্রুয়ারিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছিল, খরার কারণে চলতি বছর সোমালিয়ার ২ লাখ ৭০ হাজার শিশু তীব্র পুষ্টিহীনতার শিকার হতে পারে। 

প্রধানমন্ত্রী হাসান আলি খাইয়ের কার্যালয় বলছে, ‘গবাদি পশু খামারি এবং তাদের গৃহপালিত পশুর জন্য এটা খুবই কঠিন পরিস্থিতি। ইতোমধ্যে অনেক লোক খরা এবং ডায়রিয়ার কবলে পড়েছে। গত ৪৮ ঘণ্টায় দুর্ভিক্ষ এবং ডায়রিয়া জনিত কারণে উপসাগরিয় এলাকায় ১১০ জন মারা গেছেন।’

দুর্ভিক্ষ প্রতিক্রিয়া কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আক্রান্ত এলাকার লোকদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে সব সোমালিয়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, ২০১১ সালে সোমালিয়ায় দুর্ভিক্ষের কারণে ২ লাখ ৬০ হাজার লোক প্রাণ হারিয়েছিল। আল-কায়েদা সমর্থিত আল-শাবাব জঙ্গিদের প্রতিনিয়ত হামলার কারণে দেশটির জনগণ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া