adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দম্পতির লটারি জয়ে হ্যাট্রিক

DOMPOTTIআন্তর্জাতিক ডেস্ক : লটারি মানেই ভাগ্যের খেলা। বিভিন্ন ক্ষেত্রে অনেকেই লটারি ধরে থাকেন। অনেকে হয়তো লটারির পেছনে অনেক অর্থ খরচ করেও কোনোটায় জিততে পারেননি। সেখানে এক দম্পতি কিনা তিনবার অর্থাৎ লটারি জয়ের হ্যাট্রিক করেছে। 

প্রথমবার এই দম্পতি লটারি জিতেছিলেন ১৯৮৯ সালে। সে সময় একলাখ মার্কিন ডলার পেয়েছিলেন তারা।

ফিংক এবং তার স্ত্রী বারবারার 'লটারি ভাগ্য' যে সুপ্রসন্ন তারই নজির হিসেবে দ্বিতীয়বার তারা লটারি জয় করেন ২০১০ সালে, আয় করেন ৯০ হাজার মার্কিন ডলার।

তবে সর্বশেষ ফেব্রুয়ারিতে ওয়েস্টার্ন কানাডা লটারি জ্যাকপট তাদের জয় করা সবচেয়ে বেশি পরিমাণ অর্থকড়ির লটারি। এবার তারা পেয়েছেন ৬০ লাখ মার্কিন ডলার।

এই অর্থ দিয়ে কি করবেন তারা? আয়োজকদের এই দম্পতি জানিয়েছেন সন্তানদের জন্যই কাজে লাগাতে চান এই টাকা।

ফিংক বলেন, ‘পরিবারই সবার আগে। আমাদের মেয়েরা এবং নাতি-নাতনিরা যেন ভালভাবে থাকতে পারে সেটাই আমরা চাই’।

এছাড়া বেড়ানোর এবং নতুন বাড়ির পরিকল্পনা রয়েছে এই দম্পতির। ফিংক বলেছেন, বারবারার নতুন একটি বাড়ির তৈরির ইচ্ছা ছিল এবার সে তা পূরণ করতে পারবে’।

তৃতীয়বার লটারি জয়ের মুহূর্তের বর্ননা দিয়ে ফিংক বলছিলেন, যখন বুঝতে পারলেন তারাই বিজয়ী হয়েছেন তখন তার স্বামী কাজের জন্য শহরের বাইরে ছিলেন। ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করে প্রথমবার তাকে পাননি।

কিছুক্ষণ অপেক্ষার পরে আবার ফোন দিলে ফিংক ফোন ধরেন এবং তার স্ত্রী বলে ওঠেন, ‘আমি আবারও এটা করলাম’।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া