adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঞ্চ মাতাতে ঢাকায় শ্রেয়া ঘোষাল

GOSALবিনোদন রিপোর্ট : ‘শুন রাহা হে না তু’, 'চিকনি চামেলি', ‌‘আগার তু মিল যাও', ‘তেরে ন্যায়না’, ‘যাদু হ্যায় নাশা হ্যায়’, ‘মুঝে শাস আয়ি’সহ অনেক জনপ্রিয় গানের গায়িকা শ্রেয়া ঘোষাল। বলিউড মাতানো বাঙালি এ গায়িকা আবারও ঢাকায় আসছেন।

আগামী ৩১ মার্চ ঢাকায় আয়োজিত ‘শ্রেয়া ঘোষাল নাইট’-এ গাইবেন তিনি। এর আয়োজক এটিএন ইভেন্টস।

আয়োজকরা জানান, ৩১ মার্চ সকালে ঢাকায় পা রাখবেন এ গায়িকা। আর সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে হবে ‘শ্রেয়া ঘোষাল নাইট’। এতে বাংলাদেশ থেকেও অংশ নেবেন বেশ কয়েকজন শিল্পী।

৩১ বছর বয়সী এই গায়িকা সেরা নারী সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কার অর্জন করেছেন।

শ্রেয়ায় মিডিয়ায় প্রকাশ ভারতের জিটিভির ‘সারেগামাপা’ সংগীত প্রতিযোগিতার মাধ্যমে। তিনি বিজয়ী হন এতে। ২০০২ সালে বলিউডের ‘দেবদাস’র মাধ্যমে চলচ্চিত্রের গানে তার যাত্রা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া