adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির নামে ফেসবুকে ৯ লাখ আইডি!

MASHস্পোর্টস ডেস্ক :  ফেসবুকে একই নামে ৯ লাখ আইডি! শুনলেই চোখ কপালে উঠার কথা। কিন্তু আসলে সেটাই বাস্তব। কারণ নামটি যে মাশরাফি। ফেসবুকে মাশরাফি লিখে সার্চ দিলেই তার প্রমাণ পাওয়া যাবে।

ফেসবুকের আইডি নিয়ে গণনা হয়তো সচরাচর হয় না। কিন্তু মাশরাফি বলে কথা। তার নামে এতগুলো আইডি দেখে তিনি নিজেই হয়তো অবাক হয়েছেন। পরিচিত কারো নামে ২৫-৩০টা আইডি থাকতে পারে কিন্তু তাই বলে ৯ লাখ! আর হবেই বা না কেন; তিনি যে বাংলার ক্রিকেট বস।

ফেসবুকে মাশরাফির নিজের নামে একটা ভ্যারিফায়েড পেজ আছে। ভ্যারিফায়েড মানে, ফেসবুক এটাকে স্বীকৃতি দিয়েছে। এই পেজের নিরাপত্তার দায়িত্বও অনেকটা ফেসবুকের হাতে। এই পেজে মাশরাফির অনুসরণকারী ৮১ লাখ ২০ হাজারের ওপরে। পেজটা ভক্তদের জন্যই তৈরি করা। এটা ব্যক্তির নামে হলেও ব্যক্তিগত সম্পত্তি নয়।

এ কারণে মাশরাফি নিজের ঘনিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য আরেকটা ব্যক্তিগত প্রোফাইল পরিচালনা করেন। ওটাই একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তবে সমস্যা হলো কিছুদিন পর পর তার ওই আইডি হ্যাক হয়ে যায়। খুঁজেই পান না আর সেটাকে। অগত্যা মাশরাফিকে আবার নতুন করে আইডি খুলতে হয়। এটা এক ধরনের অভ্যাসই হয়ে গেছে এই ক্রিকেট গুরুর। গত দু’বছরে পাঁচ-ছয়বার আইডি খুলতে হয়েছে তাকে।

তবে, এবার নতুন বিপদে পড়েছেন মাশরাফি। এবার তো আর তার নামে আইডি খোলা যাচ্ছিল না। এই নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে মেইলও করলেন মাশরাফি। এরপর ফেসবুকের পক্ষ থেকে তাকে জানানো হলো, তা শুনে তো চোখ কপালে নয়, আকাশে উঠে যাওয়ার কথা। ফেসবুক থেকে জানানো হলো মাশরাফি বিন মর্তুজা, মাশরাফি মর্তুজা নামে ফেসবুকে ৯ লাখ আইডি খোলা হয়েছে।

৯ লাখ মাশরাফি বিচরণ করছে ফেসবুকে। কিন্তু আসল মাশরাফির খবর নেই। অবশেষে একটু ঘুরিয়ে-ফিরিয়ে আরেকটা আইডি খুলতে সক্ষম হলেন বাংলাদেশ ক্রিকেট দলের লাল সবুজের এই অধিনায়ক। এক ক্রীড়া সাংবাদিকের কাছে মাশরাফি নিজেই এ ঘটনার বর্ণনা করেছেন। সেই ঘটনা ওই সাংবাদিক আবার তুলে ধরেছেন তার নিজের ফেসবুক প্রোফাইলে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া