adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সরকারপন্থিদের পরাজয়ে নাখোশ ওবায়দুল কাদের

OKAনিজস্ব প্রতিবেদক : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সরকারপন্থীরা হেরে যাওয়ায় অসন্তোষ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সারা বাংলাদেশে ৯০ ভাগ জেলার আইনজীবী সমিতির নির্বাচন জিতেছি আমরা। ঢাকায়ও আমাদের জেতার সম্ভাবনা যেখানে বেশি, সেখানে আমরা শেষ পর্যন্ত জয় ঘরে ‍তুলতে পারলাম না।’

BNP২৪ মার্চ শুক্রবার সকালে রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি জানান, এই নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত আইনজীবীদের কিছু দুর্বলতা ছিল, সেটিই এখন সত্য প্রমাণ হয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট হয়। শুক্রবার সকালে ঘোষণা করা হয় ফলাফল। এই নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ মোট আটটি পদে জয়ী হয়েছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অন্যদিকে কোষাধক্ষ্যসহ ছয়টি পদে জয়ী হয়েছেন সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

সভাপতি পদে সাবেক আওয়ামী লীগের আইন সম্পাদক আবদুল মতিন খসরু হেরেছেন ৩৩ ভোটে। সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম বুদু হেরেছেন ৭০ ভোটে।

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল দুপুরে নির্বাচন চলাকালে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে কিছু দুর্বলতা দেখিয়ে-জানিয়ে যে সংশয় প্রকাশ করেছেন, আজ সুপ্রিম কোর্টের নির্বাচনের ফলাফলে সে সংশয়ই সত্য হলো।’

আগামী নির্বাচনের আগে দলের ভেতরের এসব দুর্বলতা দূর করতে চান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,  ‘আমি কাজের মানুষ, কাজ করতে চাই। আমি দলতে সুসংগঠিত করতে চাই। নেত্রী আমাকে সে দায়িত্বই দিয়েছেন। দলকে সুশৃঙ্খল করতে চাই। সুসংগঠিত করতে চাই, আরও স্ট্রংগার করতে চাই। আরও স্মার্টার করতে চাই, আরও আধুনিক করতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে একটি আধুনিক সুশৃঙ্খল, সুসংহত, শক্তিশালী স্মার্ট আওয়ামী লীগ নিয়ে নির্বাচনে যাব। এবং বিজয়ের লক্ষ্যে কাজ করতে চাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার চেয়ে পার্টির জনপ্রিয়তা অনেক কম। আমার লক্ষ্য হচ্ছে, আমার কাজ হচ্ছে, আপনাদেরকে নিয়ে। উন্নয়ন করবেন নেত্রী আমাদের সরকার। কিন্তু পার্টির কাজ হচ্ছে উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌছে দেয়া এবং এই দেশের জনগণকে আমাদের আচার, আচরণ, ব্যবহার, কর্ম দিয়ে তাদেরকে খুশি রাখবো যারা আমাদেরকে আগামী নির্বাচনে জয়ী করবে। সে কাজটি করতে হলে আমাদেরকে আজ নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের দলকে কলহমুক্ত করতে হবে, কোন্দলমুক্ত করতে হবে। আমাদের দলকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। আজকে স্লোগান দিয়ে এই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো না। পার্টিটাকে পার্টির মত করতে হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া