adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

`বিজয় দিবসের কােন অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধীরা অতিথি হতে পারবেন না’

KAMALডেস্ক রিপাের্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিজয় দিবসের কোন অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধীরা নেতৃত্ব দিতে পারবেন না। এমনকি অতিথি হিসেবেও থাকতে পারবেন না। আমরা বিগত সময়ে দেখেছি স্বাধীনতা বিরোধীদের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি করা হয়েছে।

১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিজয় দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচী বাস্তবায়নে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ সড়ক পথে সাভার জাতীয় স্বৃতিসৌধে গমন ও প্রত্যাবর্তনকালীন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, বিদেশি কূটনৈতিকদের বিশেষ টহলের মাধ্যমে সাভারে পুস্পস্তবক অর্পণের ব্যবস্থা করা হবে। সৃতিসৌধ ও প্যারেড স্কোয়ার সহ প্রয়োজনীয় স্থানে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সৃতিসৌধ গমনের পথে এবং সারা দেশে কোন ওভার হেডিং তোড়ণ নির্মান করা যাবে না। এটি শুধুমাত্র এই দিবস উপলক্ষে নয় যেকোন সময়ের জন্যেও আমরা এই ধরণের তোড়ন নির্মানে নিরুতসাহিত করছি। সৃতিসৌধ গমণের সময় ব্রিজের নিচেও নৌ-পুলিশের টহল থাকবে।

তিনি বলেন, বিজয় দিবসে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান কতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অনুষ্ঠানের সাত দিন পূর্বেই নিরাপত্তা বাহিনীর কাছে অবহিত করতে হবে। সন্ধার পর কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে ইনডোরে এই ধরনের অনুষ্ঠান করা যাবে। তবে সকলের প্রতি অনুরোধ থাকবে দিন শেষে যারা অনুষ্ঠান করবেন তারা ইনডোরে করবেন। তবে সন্ধার পর কেউ আউটডোরে অনুষ্ঠান করতে চাইলে কতৃপক্ষের অনুমতি নিতে হবে।

মন্ত্রী জানান, সৃতিসৌধের পুরো রাস্তায় ১৪ টি ওয়াটার ট্যাংক, পাঁচটি এ্যাম্বুলেন্স সহ অন্যান্য রেসকিউ ইকুইপমেন্ট নিয়ে ফায়ার সার্ভিসের লোকেরা প্রস্তুত থাকবে। সাথে অন্যান্য নিরাপত্তার বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকবেন। হাতিরঝিল ও ধানমন্ডী এলাকায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রস্তুত থাকবে।

তিনি জানান, বিগত যেকোন সময়ের মতোই কারাগার, হাসপাতাল ও শিশু কিশোর শোধণাগারে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সাভার সৃতিসৌধ ও জাতীয় প্যারেডসহ অন্যান্য অনুষ্ঠানের নিকটবর্তী এলাকায় কোন ধরনের সাউন্ডবক্স বাজানো যাবে না। সারাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগের মাধ্যমে বিজয় দিবস ও এই জাতীয় অনুষ্ঠানে প্রয়োজনীয় মেডিকেল টিম কাজ করবে। সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্লাগ রুল্স অনুসায়ী জাতীয় পতাকা উত্তোলণ করবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া