adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার একুশের বইমেলা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত

boi melaডেস্ক রিপাের্ট : আসছে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা একাডেমিতে শুরু হয়ে গেছে বইমেলার প্রস্তুতি। অমর একুশে গ্রন্থমেলাকে এবার দৃষ্টিনন্দন ও পাঠকবান্ধব করে সাজাবে বলছে বাংলা একাডেমি। তবে এবারের মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে মেলার সময় বাড়ছে আধা ঘণ্টা। রাত আটটার পরিবর্তে সাড়ে আটটা করা হচ্ছে। যদিও পাঠক, লেখক ও প্রকাশকদের দাবি ছিল রাত নয়টা পর্যন্ত। কিন্তু একাডেমি কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিচার করে আপাতত আধা ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
 
গত বছরের বইমেলায় স্টল বিন্যাসের নানা অসঙ্গতিকে মাথায় রেখে এবার মেলার বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান অংশে মূল প্রকাশকদের স্টল, তাই সেদিকেই বেশি নজর দিচ্ছে কর্তৃপক্ষ। সব স্টল যাতে সমান গুরুত্ব পায় সেইদিকে নজর রাখা হয়েছে। এবারের বইমেলার নান্দনিকতা বাড়াতে এবং পাঠকের সুবিধার্থে কিছু নতুন উদ্যোগ নিয়েছে আয়োজক বাংলা একাডেমি। থাকছে পর্যটন করপোরেশনের রেস্টুরেন্ট। তাছাড়া ১২টি চত্বরে বিন্যস্ত মেলায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে আলোকসজ্জা। 

প্রবেশের মূল দুই প্রবেশপথ দোয়েল চত্বর ও টিএসসি এলাকার দুটি ফটকে স্থাপিত ইলেকট্রনিক বোর্ডের মাধ্যমে উপস্থাপিত হবে মেলা সংক্রান্ত নির্দেশিকা। এবারো মেলা উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা সাহিত্যিকরা আসবেন। পয়লা ফেব্রুয়ারি বইমেলার সঙ্গে এটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, পুয়ের্তোরিকো, চীন, অস্ট্রিয়া, জাপান থেকে দশজন কবি-সাহিত্যিক অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দশজন করে খ্যাতনামা প্রাবন্ধিকগণ একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন।
 
অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ জানান, এবারে মেলার ভালো ব্যবস্থাপনা ও মেলাকে দৃষ্টিনন্দন করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, মেলার পাঁচদিন আগে ২৬ জানুয়ারির মধ্যে স্টলের সাজসজ্জাসহ মেলার সব প্রস্তুতি সম্পন্ন হবে। ১২টি চত্বরে ভাগ করে গুচ্ছ পদ্ধতিতে সাজানো হবে স্টলগুলো। থাকবে মেলায় আসা পাঠক-দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা, আলোকসজ্জা। চত্বরগুলোর স্বতন্ত্র রঙিন বাতির সঙ্গে সামঞ্জস্য রেখে চত্বরে অন্তর্ভুক্ত প্রকাশনা সংস্থাগুলোর স্টলসজ্জায় সেই বিশেষ রঙের প্রাধান্য দিচ্ছে একাডেমি। কবি-সাহিত্যিক-মনীষীসহ বিশিষ্টজনদের নামে নামাঙ্কিত হবে এই ১২টি চত্বর। প্রতিটি চত্বরে ডিজিটাল স্ক্রিনে থাকবে স্টলের তালিকা ও নির্দেশিকা। চত্বরগুলোর মধ্যে হবে শিশু চত্বর, শিশুতোষ গ্রন্থ সংগ্রহের পাশাপাশি শিশুদের বিনোদন উপযোগী করে গড়ে তোলা হবে এ চত্বর। অন্য ১১টি চত্বরে হবে ১৩টি প্যাভিলিয়ন। থাকবে পর্যটন করপোরেশনের তত্ত্বাবধানে ফুড কোর্ট। একই ফুড কোর্ট থাকবে মেলার অপর অংশ বাংলা একাডেমিতেও। পক্ষাঘাতগ্রস্তদের জন্য হুইল চেয়ার রাখা হবে দোয়েল চত্বরে। এখানে থাকা স্বেচ্ছাসেবকরা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মেলায় বিচরণে সহযোগিতা করবেন। দর্শনার্থীদের বসার জন্য থাকবে ব্যবস্থা।
 
এবারের মেলায় ৪১৫ প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্যাভিলিয়নসহ এক, দুই, তিন ও চার ইউনিটের স্টল মিলে মেলার দুই অংশ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি মিলিয়ে বরাদ্দ হবে মোট ৬৪০ ইউনিট। এর মধ্যে উদ্যান অংশে থাকবে ৫৪০ ইউনিট এবং একাডেমি অংশে থাকবে ১০০ ইউনিট। একাডেমির অংশে থাকবে বাংলা একাডেমিসহ বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্টল। একাডেমির বহেরাতলায় থাকবে লিট্ল ম্যাগাজিন চত্বর।
 
সাম্প্রতিক মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গি হামলা এবং উগ্রবাদীদের অশুভ তৎপরতার বিবেচনায় এবারের মেলায় নিরাপত্তার ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। মেলা প্রাঙ্গণ থেকে টিএসসি ও শামসুন্নাহার হল হয়ে শাহবাগ মোড় এবং অন্যদিকে দোয়েল চত্বর পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। সেই সঙ্গে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে আটটি আর্চওয়ে বসানো হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া