adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবর আজমের হাতে শোয়েব মালিকের বিশ্বকাপ ভাগ্য

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ১৯৯৯ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়। দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৪০ বছর বয়সেও করে চলছেন নিয়মিত পারফর্ম।

তাতে করে শোয়েব মালিকের বয়স তার খেলায় বাধা হয়ে দাঁড়াচ্ছে না বলাই যায়। তাই তো চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার ইচ্ছা জানিয়েছেন এই অলরাউন্ডার। আপাতত অবসরের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানালেও অধিনায়ক বাবর আজমের কোর্টে ঠেলে দিয়েছেন বল। যদি বাবর চায় তবেই বিশ্বকাপ খেলবেন শোয়েব, নতুবা অবসর নেবেন বলেও জানিয়েছেন।

সত্যি বলতে ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু ভাবছি না। বিশ্বকাপে কী করব না করব সেই সিদ্ধান্ত এখনও নেইনি কারণ, আমার চাওয়া সম্মানের সঙ্গে বিদায় জানানো। এক্ষেত্রে বাবর যদি আমায় খেলতে বলে, তাহলে খেলব। তা ছাড়া সম্মানের সঙ্গে বিদায় নেব। সাক্ষাৎকারে শোয়েব মালিক বলেন, এখন যত সিদ্ধান্ত নিচ্ছেন সব বাবর আজমের সঙ্গে কথা বলেই নিচ্ছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া