adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসভায় বিস্ফোরণ, অক্ষত জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়ের একটি স্টেডিয়ামে এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট এমারসন মুনাগাগওয়া ভাষণ দেওয়ার সময় সেখানে বিস্ফোরণ ঘটেছে।

শনিবারের ওই বিস্ফোরণে স্টেডিয়ামটি কেঁপে উঠলেও প্রেসিডেন্ট মুনাগাগওয়া অক্ষত আছেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মুখপাত্র জর্জ চারাম্বা রয়টার্সকে বলেছেন, “বুলাওয়েতে (হোয়াইট সিটি স্টেডিয়াম) একটি জনসভায় প্রেসিডেন্ট ভাষণ দেওয়ার সময় একটি ঘটনা ঘটেছে। এটি এখন একটি পুলিশ ইস্যু, তবে বুলাওয়ে স্টেট হাউসে প্রেসিডেন্ট নিরাপদে আছেন।

“প্রকৃতপক্ষে কী হয়েছে সেই সম্পর্কে আমরা এখনও তথ্য পাওয়ার অপেক্ষায় আছি। যেটুকু বুঝতে পেরেছি ভিআইপি তাঁবুতে ঘটা ওই ঘটনায় কিছু মানুষ আহত হয়ে থাকতে পারেন।”

মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, মুনাগাগওয়া সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ার সময় কাছেই বিস্ফোরণটি ঘটে।

বিরোধী দলের শক্তিকেন্দ্র জিম্বাবুয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বুলাওয়েতে নিজের প্রথম জনসভায় ভাষণ দিচ্ছিলেন মুনাগাগওয়া। ২০০০ সালের পর থেকে এই শহরটিতে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি জাতীয় নির্বাচনে জয় পায়নি।

সূত্র: বিডিনিউজ২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া