adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাশ্মীরে ক্ষমতাসীন দল বিজেপির ৩ নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার কাজিগান্দ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ক্ষমতাসীন দল বিজেপির তিন নেতার প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। বিজেপি নেতাদের হত্যার ঘটনায় এরই মধ্যে মামলা দায়েরের মাধ্যমে তদন্ত শুরু করেছে পুলিশ।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নাগাদ খবর আসে ওয়াইকে পোরা গ্রামে সন্ত্রাসীদের হামলা হয়েছে। সেখানে বিজেপি নেতাদের ওপর গুলি চালানো হয়েছে। হামলায় নিহত তিন বিজেপি কর্মীর নাম- ফিদা হুসেন ইয়াট্টু, উমর রশিদ বেগ, উমর রামজান হাজম। এর মধ্যে ফিদা হুসেন বিজেপির জেলা যুব শাখার সাধারণ সম্পাদক। বাকি দুজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। শ্রীনগরের বিজেপি মুখপাত্র গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন।

জানা গেছে, আহত বিজেপি কর্মীদের যে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিচ্ছিন্নতাবাদীরা সেই গাড়ির ওপরেও গুলি চালায়। নির্মম এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বর মাসেও বদগাম জেলার খাগ গ্রামে এক বিজেপি নেতাকে নিজ বাড়ির সামনেই গুলি চালিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া