adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবল নির্বাচনের তফসিল ঘোষনা

Photo of BFF Election Date Declared aক্রীড়া প্রতিবেদক ঃ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে কেন্ত্র করে আজ বুধবার বাফুফে ভবনে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক ভাবে তফসিল ঘোষনা করেন। নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক ঘোষনায় বলেন,‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত গঠনতন্ত্রের ২৫ ধারায় গঠিত নির্বাচন কমিশন ইহার উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ২৫ সদস্যেও কমিটির নির্বাচনী তফসিল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ঘোষণা করছি। এ উপলক্ষ্যে আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন নির্বাচন ৩০ এপ্রিল। তফসিল অনুয়ায়ী ২১ সদস্যের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। যথাক্রমে-সভাপতি পদে ১, সিনিয়র সহ-সভাপতি পদে ১, সহ-সভাপতি পদে ৪ ও সদস্য পদে ১৫ জনের তফসিলের ঘোষনায় ফুটবলাঙ্গনে এখন নির্বাচনী হাওয়া বইছে। তফসিল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র বিলি ১৬ ও ১৭ এপ্রিল রোজ শনিবার ও রবিবার (সাধারণ সম্পাদক, বাফুফে) প্রতিদিন ১১ টা হতে ১৮ টা পর্যন্ত, মনোনয়নপত্র দাখিল ১৮ এপ্রিল (সাধারণ সম্পাদক, বাফুফে) ১১ টা হতে ১৮ টা পর্যন্ত। মনোনয়নপত্রের উপর আপত্তি দাখিল ১৯ এপ্রিল মঙ্গলবার, ১১টা হতে ১৫টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ১৯ এপ্রিল মঙ্গলবার ১৬টা হতে শেষ। মনোনয়নপত্র প্রত্যাহার ১৮-২০ এপ্রিল বুধবার, প্রতিদিন ১১টা হতে ১৮ টা পর্যন্ত প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান ২১ এপ্রিল, ১৭টা পর্যন্ত। নির্বাচনের তারিখ ৩০ এপ্রিল শনিবার ১৪টা হতে ১৭টা পর্যন্ত। নির্বাচনের স্থান রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকা। প্রাথমিক ফলাফল ঘোষণা ৩০ এপ্রিল শনিবার ভোট পর্বের অব্যবহিত পর হতে শেষ না হওয়া পর্যন্ত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া