adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুলশান মার্কেটে আগুন – মেট্রো গ্রুপ এ আগুন লাগিয়েছে, অভিযােগ মালিকের

gulsanনিজস্ব প্রতিবেদক : ৩ জানুয়ারি সােমবার দিবাগত রাত আড়াইটা নাগাদ রাজধানীর গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটে আগুন লাগে। ওই আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে মার্কেটের কাঁচাবাজারের তিনতলা ভবনটি ধসে পড়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। সোমবার রাত আড়াইটায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ডিসিসি মার্কেটের 'আর্ট ল্যান্ড' দোকানের মালিক জহিরুল ইসলাম বলেন, ‘আমরা রাত সোয়া ১টায় আগুন লাগার খবর পেয়েছি। এরপর দোকানে চলে এসেছি। এ মার্কেটে ৬৪০টি দোকান আছে। মার্কেটে আগুন লাগার ১০-১৫ মিনিট পরেই কাঁচাবাজার ধসে পড়েছে। আহত বা নিহতের খবর জানা যায়নি।

জহিরুলের অভিযোগ, ‘এ আগুন পরিকল্পতভাবে লাগানো হয়েছে। ডেভেলপার কোম্পানি মেট্রো গ্রুপ এ আগুন লাগিয়ে দিয়েছে। কারণ এই মার্কেট নিয়ে মামলা চলতেছে।’  

ঢাকা উত্তর সিটি করপোরেশেনে মেয়র আনিসুল হক সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, ‘এ আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়ছে কিনা তা তদন্ত করে দেখা হবে। ফায়ার সার্ভিস ঠিক মতো কাজ করছে।’

এদিকে মার্কেটের বিভিন্ন দোকানের মালিক-কর্মচারিরা যে যেভাবে পারছে দোকান থেকে মালপত্র বের করার চেষ্টা করছে।

সূচনা ভ্যারাইটি স্টোরের কর্মচারি মো. মোমিন বলেন, ‘আগুন যখন লেগেছে তখন আমরা কেউ ছিলাম না মার্কেটে। রাত ২টার দিকে আগুনের খবর পেয়ে আসছি। কোনও কিছু দোকান থেকে আনতে পারিনি। ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া