adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিলিয়ার্স ঝড়ে সিরিজ প্রোটিয়াদের

South_africa1456071888স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। রোববার সিরিজের দ্বিতীয় ও শেষটিতে ডি ভিলিয়ার্সের ঝড়ো ইনিংসে ৯ উইকেটের জয়ে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা।
 
জোহানেসবার্গে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান করে ইংল্যান্ড। সফরকারীদের হয়ে ৫৪ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন জস বাটলার। তাছাড়া দলের হয়ে ইয়ান মরগান ৩৮ ও জো রুট ৩৪ রান করেন।
 
বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে কাইল অ্যাবোট ৩টি এবং কাগিসো রাবাদা ও ক্রিস মরিস ২টি করে উইকেট পান।
 
১৭২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে শুরুতে ১২৫ রানের জুটি গড়েন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। আউট হওয়ার আগে মাত্র ২৯ বল মোকাবেলায় ৭১ রানের অসাধারণ ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। বিধ্বংসী এই ইনিংসটি ৬ চার ও সমান সংখ্যক ছয় দিয়ে সাজান তিনি। এরপর ডি ভিলিয়ার্স ফিরলেও ডু প্লেসিসকে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আরেক ওপেনার আমলা। ৬৯ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। ৩৮ বল মোকাবেলায় ৮টি চার ও ৩টি ছক্কায় এই ইনিংস সাজান আমলা। এছাড়া ২২ রানে অপরাজিত থানে ডু প্লেসিস।
 
শেষপর্যন্ত ১৪.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এর ফলে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া