adv
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদ বললেন- বিএনপির চেয়ে জাপা বেশি আসন পাবে

004_259129নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে বিএনপির চেয়ে জাতীয় পার্টি (জাপা) বেশি আসন পাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেছেন, 'নিবন্ধন টিকিয়ে রাখতে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে বাধ্য। দলটি সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়ায় তাদের ওপরে থাকবে জাপা।'

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।

আগামী ১ জানুয়ারি জাপার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এরশাদ সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন।

তিনি বলেন, ‘কেন আমরা জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করিনি। এটা আসলে জনগণের নির্বাচন ছিল না। এটা মৌলিক গণতন্ত্রের মত নির্বাচন। অধিকাংশ ভোটার ছিল সরকারি দলের, সেজন্য এই নির্বাচনে যাওয়া সমীচিন ছিল না।’

বিএনপি অংশ নিলেও নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও ছিল না জাপা।

এ প্রসঙ্গে এরশাদ জানান, নারায়ণগঞ্জে সাংগঠনিক শক্তি না থাকায় নির্বাচনে অংশ নেয়নি তার দল।

তিনি বলেন, ‘আমরা জোর দিচ্ছি জাতীয় নির্বাচনের দিকে। জাতীয় পার্টি নির্বাচনমুখি দল এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, সর্বশক্তি নিয়েই করবে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’

গত দু’টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করে অংশ নেয় জাপা। আগামী নির্বাচনেও এ জোট থাকবে কী না, তা খোলাসা করেননি এরশাদ।

তিনি বলেন, ‘আমরা যতবার এককভাবে নির্বাচন করেছি, লাভবান হয়েছি। বরং জোটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত নির্বাচন বর্জন করা বিএনপি এবার নির্বাচনে অংশ নিলে জাপার ভূমিকা কী হবে-এ প্রশ্নে সাবেক সেনাশাসক এরশাদ বলেন,  'বিএনপি নির্বাচনে যাবে কী না, তা তিনি জানেন না। তবে বাধ্য হয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।  পরপর দু’টি সংসদ নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হওয়ার নিয়ম রয়েছে। তাই নিবন্ধন টিকিয়ে রাখার জন্য হলেও নির্বাচনে তাদের আসতে হবে।'

বিএনপি সম্পর্কে জাপা চেয়ারম্যানের মূল্যায়ন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটি সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। তিনি আশাবাদী ১ জানুয়ারি মহাসমাবেশের মাধ্যমে ঘুরে দাঁড়াবে জাপা।

এরশাদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ওপরে থাকবে জাতীয় পার্টি।’

তিনি বলেন, 'জাপা সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন চায়। এর কোনো বিকল্প নেই।'

তিনি আশাবাদী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মতো জাতীয় নির্বাচনও অবাধ সুষ্ঠু হবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসদু প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া