adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা প্রত্যাহার করেছে জাপান

japan_visit-finance_minister_33546_1481454059নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিষয়ে সবধরনের নিরাপত্তা সতর্কতা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। জাপান সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মন্ত্রী বলেন, ‘জাপান সফরে দেশটির অর্থমন্ত্রী এবং জাইকার প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তারা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে উদগ্রীব। তারা বলেছেন বাংলাদেশে বিনিয়োগে এখন আর কোনো ঝুঁকি নেই। প্রাইভেট ও সরকারি- উভয় খাতেই বড় বিনিয়োগ করবে জাপান।’  

১১ ডিসেম্বর রবিবার নিজ দপ্তরে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘জাপান কখনোই বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেনি। এমনকি হলি আর্টিজানের মতো জঘন্য ঘটনায়ও তারা বিনিয়োগে আগ্রহ হারায়নি। তারা শুধু তাদের কর্মীদের নিরাপত্তার দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বড় বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিনিয়োগে চীন এবং ভারতের মতো জাপানও সঙ্গী হবে।’

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিক নিহত হন। তাদের বেশির ভাগই জাপানের। এ ঘটনার পর জাপানের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাংলাদেশ সফর সাময়িকভাবে স্থগিত করে।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর সরকার সব পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করেছে। এখন আর নিরাপত্তা সংকট নেই। ’

আসছে বছরের এপ্রিলে জাইকার ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এপ্রিলে জাপানে অর্থবছর শুরু হয়। তারা ওই সময়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে। ওই সময়ে তিনি বাংলাদেশে এলে অনেক বিষয়ে চুক্তি হবে।’

মন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর বাংলাদেশে তাদের কর্মী ও সরকারি কর্মকর্তাদের বিষয়ে ভ্রমণ ও চলাফেরায় কতর্কতা জারি করে জাপান। কিন্তু এই সতর্কতা সরকারি অফিসিয়ালরা মেনে চললেও, প্রাইভেট কোম্পানিগুলো এই সতর্কতা জারির নোটিকেস কর্ণপাত করেনি। তারা সক্রিয়ভাবে কাজ করেছে। ’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষযে সিআইডির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি প্রতিবেদনটি এখনও দেখিনি। এবিষয়ে কথা বলা যাবে না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া