adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোল উৎসবের মধ্য দিয়ে শিরোপা উদযাপন বায়ার্ন মিউনিখের

স্পোর্টস ডেস্ক : শিরোপা নির্ধারিত ম্যাচটিতে দারুণ এক জয় পেলো বায়ার্ন মিউনিখ। মনশেনগ্লাডবাখকে উড়িয়ে দিয়ে টানা নবমবারের মতো জার্মানির সেরা হওয়ার কৃতিত্ব দেখায় দলটি।

শনিবার (৮মে) ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্রতিপক্ষকে ৬-০ গোলে হারায় বায়ার্ন। রবার্ট লেভানডোস্কি করেন হ্যাটট্রিক। বাকি তিনটি গোল আসে টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানের কাছ থেকে। এই ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ৩-২ গোলে হেরে যায় লাইপজিগ। তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। সবমিলে প্রতিযোগিতায় বায়ার্নের এটি রেকর্ড ৩১তম শিরোপা।

মনশেনগ্লাডবাখের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যাওয়া বায়ার্ন শেষ ১৫ মিনিট খেলেছে ১০ জন নিয়ে। ৭৫ মিনিটে তঁগি নিয়ানজু লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বায়ার্নের বর্তমান কোচ হান্সি ফ্লিক আগেই ঘোষণা দিয়েছেন মৌসুম শেষে বায়ার্ন ছাড়বেন তিনি। এই জার্মান কোচ শেষটা রাঙালেন শিরোপা জিতেই। তার কোচিংয়ে গত মৌসুমে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে বছরের ছয় শিরোপাই জিতেছিল বায়ার্ন। লিগে এখনো তিন ম্যাচ বাকি বায়ার্নের। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে লাইপজিগ ৬৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। – গোল ডটকম/ দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া