adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরে পাক-ভারত ক্রিকেট সম্পর্ক নিয়ে আলোচনা

1480245866স্পাের্টস ডেস্ক : আগামী ১৭ ডিসেম্বর পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট কর্মকর্তারা আরো একবার নিজেদের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ পাচ্ছে। উভয় দেশের কর্তারা মিলে বাতিল হয়ে যাওয়া দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নিয়ে ঐদিন আলোচনায় বসবেন।
 পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রমতে জানা গেছে শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় দুই দেশের মধ্যে আলোচনা হবার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। কলম্বোতে পিসিবি ও এসিসি চেয়ারম্যান শাহরিয়ার খান ছাড়া সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও প্রধান নির্বাহী সুবহান আহমেদ উপস্থিত থাকবেন।
 সম্প্রতি কেপটাউনে আইসিসি এক্সিকিউটিভ বোর্ড সভায় শেঠী ও বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর মিলে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় একটি সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সেখানে ঠাকুর একটি বিষয় স্পষ্ট করেছেন যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন কোনভাবেই সম্ভব নয়, কারণ তাদের সরকার এতে সমর্থন করবে না।
 
তবে বিসিসিআই প্রধান এর পরিবর্তে কয়েকটি দেশ নিয়ে ভারতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেন। ভেন্যু ভারত অথবা নিরপেক্ষ যেকোন জায়গায় হতে পারে যেখানে পাকিস্তান ও ভারত একে অপরের মোকাবেলা করতে পারে। সূত্রটি আরো জানিয়েছে ঠাকুরের এই প্রস্তাবটি একেবারেই প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতোমধ্যেই আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।
 এদিকে এসিসি’র দুজন কর্মকর্তা লাহোরে গিয়ে চলতি সপ্তাহে শাহরিয়ার খানের সাথে দেখা করে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি ও ২০১৭ ও ২০১৮ সালে দুটি এসিসি ইভেন্ট আয়োজনের ব্যপারে কথা বলেছে। তবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত পিসিবি অপেক্ষা করবে। সেই পর্যন্ত তারা দেখবে ইন্দো-পাক সম্পর্ক কোনদিকে যায়। ২০০৭ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে কোন ধরনের দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়নি ভারত। আর সেটা নিয়ে আইসিসির কাছে আইনানুযায়ী ক্ষতিপূরণ দাবির ব্যবস্থা করছে পিসিবি।
 আইসিসি ক্রিকেট লিগে পাকিস্তান নারী দলের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ খেলতে ভারতের অস্বীকৃতির বিষয়টি কেপটাউনে আইসিসিকে অবহিত করেছে পিসিবি। এর প্রেক্ষিতে আইসিসি টেকনিক্যাল কমিটি পাকিস্তানকে ৬ পয়েন্ট পুরস্কৃত করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া