adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হামলা হলে গুলির হিসেব করবে না ভারত’

1476000411আন্তর্জাতিক ডেস্ক : 'ভারত কাউকে কখনো হামলা করেনি। তাও ভারতের ওপরে হামলা হলে প্রতিশোধ নিতে বুলেটের কোনো হিসেব করা হবে না।' শনিবার রাজস্থানে নাম উল্লেখ না করে পাকিস্তানের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
 
রাজনাথ সিং রাজস্থান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। গতকাল তিনি যান ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মুনাবাও আউটপোস্টে। সেখানে তিনি জওয়ানদের আশ্বস্ত করে বলেন, 'সীমান্ত পার হয়ে হামলা হলে পাল্টা জবাব দিতে যে কোনো ধরনের কড়া পদক্ষেপ নেবে ভারত।'
 
টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্তে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। গত সপ্তাহেই ২৫ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখায় সেনা আউটপোস্টকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনাবাহিনী।
 
বিএসএফ জওয়ানের উদ্দেশ্যে রাজনাথ বলেন, 'গোটা পৃথিবীটাই আমাদের আত্মীয়। আমরা কাউকে আক্রমণ করি না। কারো দেশ দখল করি না। কিন্তু আমাদের ওপরে যদি হামলা হয় তা হলে পাল্টা হামলা চালানোর সময়ে বুলেটের হিসেব করবো না আমরা।'
 
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিএসএফকে আধুনিক সব ধরনের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে। সীমান্তের বিভিন্ন জায়গায় যেখানে কাঁটাতারের বেড়া নষ্ট হয়ে গেছে তা মেরামত করে ফেলা হবে। বসানো হবে ফ্ল্যাডলাইট। তৈরি করা হবে রাস্তা। এইসব এলাকায় মোবাইল নেটওয়ার্কের উন্নতি করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া