adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব শান্তির জন্য বিষয় সূচি নির্ধারণে ন্যামের প্রতি ঢাকার আহ্বান

a-a-aডেস্ক রিপাের্ট : বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে সৃষ্ট নিরাপত্তা হুমকি মোকাবেলায় বিষয় সূচি নির্ধারণের জন্য ঢাকা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল রোববার বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক বাস্তবতায় প্রতিটি পরিবর্তনের ক্ষেত্রে ন্যামের অব্যাহত প্রাসঙ্গিকতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।’
 এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়,  রোববার বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলার মার্গারিটা দ্বীপে সমাপ্ত ১৭তম ন্যাম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দেয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী একথা বলেন।
তিনি ন্যাম নেতাদের প্রতি অভিবাসনের বৈশ্বিক পরিচালন পদ্ধতি জোরদার করা, জলবায়ুর পরিবর্তনকে এর অগ্রাধিকার তালিকায় আনা এবং সাউথ সাউথ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
প্রতিমন্ত্রী সদস্য দেশসমূহকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে জনগণের বিশেষ করে নারীর ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্র ও বিচার প্রক্রিয়া জোরদারকরণ এবং টেকসই প্রবৃদ্ধি ও মানব উন্নয়ন নিশ্চিতকরণে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন।
তিনি সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ অবস্থান এবং হোমগ্রোন সন্ত্রাসীদের দমনে তাঁর সরকার পদক্ষেপ গ্রহণ ও এদেশ আঞ্চলিক অথবা আন্তর্জাতিক সন্ত্রাসীদের অভয়ারণ্য হওয়ার দাবি নাকচ করে দেয়ার বিষয়গুলোও তুলে ধরেন তার বিবৃতিতে।
জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অন্যতম শীর্ষ সেনা প্রেরণকারী দেশ হিসাবে বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অবদানের কথা তিনি সম্মেলনে উল্লেখ করেন।
বিবৃতিতে শাহরিয়ার আলম ১৯৭৩ সালে আলজিয়ার্স শীর্ষ সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অংশগ্রহণের কথা স্মরণ করেন।
রাষ্ট্র ও সরকার প্রধানসহ ন্যামের শতাধিক সদস্য দেশ, পর্যবেক্ষক দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই শীর্ষ সম্মেলনে যোগ দেয়।
ন্যামের পূর্ববতী সভাপতি ইরানের কাছ থেকে ১৭তম সম্মেলনে এর নতুন সভপতির দায়িত্ব গ্রহণ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া