adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মডেলের ওজন ৩০০ কেজি

modelআন্তর্জাতিক ডেস্ক : ‘নারী মডেল’- শব্দটি মনে হলেই চোখের সামনে ভেসে আসে হালকা-পাতলা গড়নের সুন্দরী কোনো রমণী। তবে এর ব্যতিক্রমও যে মডেল থাকতে পারে সেই দৃষ্টান্তই উপস্থাপন করেছেন এক মার্কিন নারী। বর্তমানে তার ওজন ৩০০ কেজি। কিন্তু থামতে বিন্দুমাত্র রাজি নন। বরং ওজন আরো বাড়ানোর তোড়জোড় চালাচ্ছেন জোর কদমে। বিশ্বের স্থূলতম বা সবচেয়ে মোটা নারী হতে চান মার্কিন বাসিন্দা মনিকা রাইলি।

সম্প্রতি ৩০০ কেজি ওজনের মালিককে স্থূলতম হতে হলে আরও ১৫০ কিলো ওজন কমপক্ষে বাড়াতে হবে। আর তা বাড়ানো মানে মনিকা নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন। তবুও দমতে নারাজ টেক্সাসের এই বাসিন্দা। বরং সেই লক্ষ্যে প্রতিদিন প্রায় আট হাজার ক্যালরির খাবার খান তিনি।

খাবারের মধ্যে থাকে, ছয়টি বিস্কুট, ব্রেড রোলের মধ্যে ছয়টি সসেজ, একবাটি সিরিয়াল, দুটি ওজন বাড়ানোর শেকস, চারটি চিকেন স্যান্ডউইচ, চারটি চিজ বার্গার, ৩০টি চিকেন নাগেট, ফ্রেঞ্চ ফ্রাইস, ম্যাকারনি চিজ ও এক গ্যালন আইসক্রিম। মনিকা নিজে একটি ইউটিউব চ্যানেল চালান। সেখান থেকে অনেকেই অর্থ সাহায্য করেন মনিকাকে।

মনিকা মনে করেন, তিনি যত বেশি মোটা হবেন, তত তার যৌন আবেদন বাড়বে ও তিনি আকর্ষণীয় হবেন। তিনি বলেন, ‘আমি যত মোটা হব, তত সেক্সি হব।’ তার এই প্রয়াসে তাকে সবচেয়ে বেশি সাহায্য করছেন তার স্বামী সিড। মনিকার মতে, প্রতিনিয়ত নড়াচড়ায় স্বামীর সাহায্য নিতে হয় তাকে। আর এতে নাকি তাদের বৈবাহিক জীবনে রোমান্স বাড়ে। স্ত্রীর সঙ্গে একমত স্বামী সিডও। এমনকি এই অবস্থায় সন্তানের মা হতেও চান মনিকা।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া