adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারও ভোট দিচ্ছেন স্বাধীন ভারতের প্রথম ভোটার!

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে চলছে ১৬তম জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ভোট দিতে প্রস্তুত স্বাধীন ভারতের প্রথম ভোটার। ১৯৫১-৫২ সালে ব্রিটিশ শাসন থেকে সদ্যমুক্ত স্বাধীন ভারতে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ভোট দিয়ে তারপর থেকে প্রত্যেকটি নির্বাচনেই ভোট দিয়ে আসছেন তিনি।অনন্য এ কীর্তিমান হলেন দেশটির উত্তরাঞ্চলের রাজ্য হিমাচলের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যাম শরণ নেগি।বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ১৯৫১-৫২ সালে শুরু হওয়া ব্রিটিশ শাসন থেকে সদ্যমুক্ত ভারতের নির্বাচনে ভোট দিয়ে সর্বশেষ দফায়ও ভোট দিতে প্রস্তুত ৯৭ বছর বয়সী এ ভোটার।আগামী ৭ মে দেশব্যাপী অষ্টম দফা নির্বাচনের অংশ হিসেবে হিমাচলের পাঁচটি সংসদীয় আসনে ভোট হবে। এতে ভোট দেবেন কিনাপুর জেলার হিমালয়ের পাদদেশের গ্রাম কালপার বাসিন্দা নেগি।ভোট প্রদানে উৎসাহ দানে অন্যদের কাছে উদাহরণ স্বরূপ নেগিকে তুলে ধরছে ভারতীয় নির্বাচন কমিশন। আর এই পুরনো ভোটারের ওপর যিনি কখনো ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি শিরোনামে একটি প্রামাণ্য চিত্র তৈরি করে অনলাইনে ছেড়েছে গুগল ইন্ডিয়া।২৪ মার্চ প্রামাণ্য চিত্রটি অনলাইনে ছাড়ার পর ১৭ লাখ বারেরও বেশি দেখা হয়েছে।প্রামাণ্যচিত্রে দেশের প্রথম ভোটার হিসেবে নেগিকে পরিচয় করিয়ে দিয়ে বলা হয়, ১৯৫২ সালে স্বাধীন ভারতের অন্য অঞ্চলগুলোতে ভোট শুরু হওয়ার মাস কয়েক আগে নিজের এলাকা কালপায় স্থাপিত ভোট কেন্দ্রে প্রথম ভোট দেন তিনি।প্রামাণ্যচিত্রে নেগি বলেন, গভীর তুষারে রাস্তা-ঘাট বন্ধ হয়ে যাওয়ায় ভোট দেওয়া সহজ ছিল না। তবে দেশের অন্য এলাকায় ভোট শুরু হওয়ার আগে আমাদের এলাকায় স্থাপিত ভোটকেন্দ্রে আমরা কজন ভোট প্রদান করেছি।তিনি বলেন, তারপর থেকে আমি প্রত্যেকটি সাধারণ নির্বাচন ও রাজ্য নির্বাচনে ভোট দিয়ে যাচ্ছি। আগামী ৭ মে ১৬তম জাতীয় নির্বাচনে ভোট দিয়ে রেকর্ড গড়তেও আমি প্রস্তুত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া