adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান ২২তম

globalডেস্ক রিপাের্ট : বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ২০১৬ সালে তিন ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিসের ২০১৫ সালের প্রকাশিত প্রতিবেদনে ২৫ নম্বরে ছিল বাংলাদেশ। 
 
২০১৫ সালে সংঘটিত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের উপর ভিত্তি করা এই প্রতিবেদনে বলা হয়, এটি ছিল ২০০০ সালের পরে সবচেয়ে কঠিন বছর। বাংলাদেশে ৪৫৯টি আক্রমণের ঘটনায় ৭৫ জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে জামায়াতুল মুজাহিদীনের মতো স্থানীয় জঙ্গিরা সাধারণত এসব হামলার পেছনে থাকে। ২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে ২৯ জন নিহত হওয়ার ঘটনার পেছনেও জেএমবি (নব্য) রয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু ২০১৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশে প্রথমবারের মতো আল কায়েদার উপমহাদেশীয় শাখা ও আইএসের আনুগত্য পোষণকারীরা হামলা চালিয়েছে। সেসব হামলায় ১১ জন নিহত হয়।
 
আল কায়েদার ভারতীয় উপমহাদেশের অংশের কথিত সমর্থক আনসার আল ইসলাম ও নিজেদের আইএসের সমর্থক দাবি করা জঙ্গিরা ২০১৫ সালে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। তবে সরকারের পক্ষ থেকে সবসময় এদের দেশীয় জঙ্গি এবং জেএমবি সংশ্লিষ্ট বলে অভিহিত করা হয়েছে। 
 
১৬৪ দেশের তালিকায় সবার উপরে রয়েছে ইরাক। এরপর যথাক্রমে রয়েছে আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান ও সিরিয়া। প্রতিবেশী ভারত রয়েছে শীর্ষ দশেই (৮)। শক্তিশালী দেশগুলোর মধ্যে চীন (২৩) রয়েছে বাংলাদেশের পরেই। এছাড়া রাশিয়া (৩০),যুক্তরাষ্ট্র রয়েছে ৩৬ নম্বরে। 
 
২০১৫ সালে সন্ত্রাসী ঘটনাই ঘটেছে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে। এর মধ্যে ইরাকে সংগঠিত হয়েছে ২০ শতাংশ, আফগানিস্তানে ১৪ শতাংশ ঘটনা ঘটেছে। প্রতিহিংসা পরায়ণ দুই দেশ পাকিস্তান-ভারতে যথাক্রমে ৮ ও ৭ শতাংশ হামলার ঘটনা ঘটেছে।
 
প্যারিস হামলার মতো ঘটনার পরেও ২০১৫ সালে সন্ত্রাসী হামলায় নিহত মানুষের সংখ্যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আইএস ও বোকো হারামের বিরুদ্ধে অভিযান জোরদার করার কারণে এই সংখ্যা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সন্ত্রাসী হামলায় ২০১৫ সালে ৮ হাজার ৯৬০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া