adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পতনের ধারায় পুঁজিবাজার

po_111429ডেস্ক রিপোর্ট : পতনের বৃত্তে যেন আটকে গেছে দেশের পুঁজিবাজার। টানা ১০ দিন ধরে অব্যাহতভাবে দরপতন হচ্ছে শেয়ারবাজারে। এতে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। কর্তৃপক্ষ চেষ্টা করেও কোনোভাবেই ঠেকাতে পারছে না পতন।

২ মে সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরনের পতন হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই কমেছে সূচক। তবে সূচক কমলেও লেনদেন স্বাভাবিক আছে উভয় বাজারে।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স নেমে গেছে চার হাজার ১৭১ পয়েন্টে। ২ মে ডিএসইএক্স সূচক কমেছে ২৪ পয়েন্ট। এদিকে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার  ২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার  ৫৯৯ পয়েন্টে।

২ মে ডিএসইতে ৪৬১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায়  ১৮ কোটি ৯৪ লাখ টাকা বা ৪ শতাংশ বেশি। গত বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ২২ লাখ টাকা।

২ মে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিকে আজ সিএসইতে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার  ৮২৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৬টির  এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া