adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় লিগে আশরাফুল ব্যাটে-বলে উজ্জ্বল

ASHRAFULনিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে ব্যাট হাতে ৬৬ রানের পর আজ বল হাতে নিয়েছেন তিনটি উইকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৯ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো।

জবাবে তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক চট্টগ্রাম। ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেন মেহরাব হোসেন জুনিয়র। চট্টগ্রামের ইফতেখার সাজ্জাদ একাই শিকার করেন ৫ উইকেট।

নিষেধাজ্ঞার খড়গ পার করে ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ফের ২২ গজে নাম লেখালেন মোহাম্মদ আশরাফুল। শুরুর দিকে কিছুটা ছন্নছাড়া ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে এসেছে পরিবর্তন। জাতীয় লিগে রান পাননি বলে বিসিএলে খেলা হয়নি তার। ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিলেও তেমন সুবিধা করতে পারেননি অ্যাশ। ১০ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে তিনি রান করেছিলেন ২৪০ রান।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েও ব্যাট-বলকে বিদায় বলেননি তিনি। ব্যক্তিগতভাবে চালিয়ে গেছেন অনুশীলন। খেলেছেন দেশের বাইরেও। সবশেষ গত বছরের ১৩ আগস্ট নিষেধাজ্ঞার শেকল থেকে মুক্তি পায় আশরাফুল।

প্রসঙ্গত, ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় আশরাফুলের। ৬১ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরি। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান তিন হাজার ৪৬৮। রয়েছে তিনটি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরিও।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া