adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবদল-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

image_66260নারায়ণগঞ্জ: জেলা শহরের গলাচিপা এলাকায় পুলিশের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্ট ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ৩জন গুলিবিদ্ধ, সাংবাদিকসহ ১৫জন আহত হয়েছেন।পরে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ।১৮দলীয় জোটের শীর্ষনেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে যুবদলের ডাকা আধাবেলা হরতালে সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর শহরের গলাচিপা এলাকায় হরতাল সমর্থনে কাফনের কাপড়ের একটি মিছিল নিয়ে চাষাঢ়া যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্ট ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে ৩জন গুলিবিদ্ধ, সাংবাদিকসহ ১৫জন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ।সদর মডেল থানার (ওসি ) এসএম মঞ্জুর কাদের বাংলামেইলকে জানান, যুবদলের ডাকা হরতাল সমর্থনে একটি কাফনের কাপড়ের মিছিল নিয়ে চাষাঢ়া যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় পুলিকে লক্ষ্য করে ইটপাকেল নিক্ষেপ করলে পুলিশও টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে দু’জনকে আটক করেছে পুলিশ।পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া