adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কিত ফুটবলে ঐক্য চান বাদল রায়

badol roy-1জহির ভূইয়া ঃ বিগত ৮ বছর ধরেই এদেশের ফুটবল বির্তকিত। ৮ বছরে দুই বার ফুটবলের নির্বাচন নিয়ে বহু বির্তক হয়েছে। যার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এরাব নতুন ফুটবল নির্বাচক ৩০ এপ্রিল। ১৩৪ জনের বিতর্কিত (প্রতিপক্ষ গ্রুপের অভিযোগ অনুয়ায়ী) কাউন্সিলরশীপ চুড়ান্ত। সালাউদ্দিন প্যানেলের বিপক্ষে প্রতিপক্ষ জাকারিয়া পিন্ট প্যানেল প্রধানমন্ত্রী বরাবরে অভিযোগের আবেদন। গত কয়েক দিন ধরেই ফুটবলাঙ্গন উত্তপ্ত। এদেশের ফুটবল বাঁচাতে দুই ফুটবল সংগঠক গ্রুপের মধ্যে কি ঐক্য হতে পারে না? সেটাই আজ ফুটবল ফেডারেশনে সহ-সভাপতি বাদল রায়ের কাছে জানতে চাওয়া হয়।


জবাবটা তৈরিই ছিল বাদল রায়ের কাছে। তিনি দ্রুতই জবাব দিলেন। বলেন,‘আমরা ঐক্য চাই। এবং সকলের সঙ্গে মিলে ফুটবলের উন্নয়নে কাজ করতে চাই। কিন্তু তাই বলে ফুটবলের বাইরে থেকে এসে কেউ ফুটবলে নাক গলাবে সেটা মেনে নেব না। আমি মনে করি দুই প্যানেলে ঐক্য হতে পারে। সামনে এজিএম অনুষ্ঠিত হবে। সেখানে অনেক প্রসঙ্গ আলোচনা হবে।’ 


গত ৮ বছরে আপনাদের অধীনে ফুটবল কতটা উন্নতি হয়েছে বলে মনে করেন? জবাবে বাদল রায় বলেন,‘আমাদের অধীনে ৮ বছরে ৭টি প্রফেশনাল ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে। হয়তো অনেক কিছু হয়নি। অনেক কিছু করার চেস্টা সফল হয়নি। কিন্তু কিছু চেস্টা ছিল আমাদের বিক্ষপ্ত। আজ ৪ বছর পর কেন এসব প্রসঙ্গ নির্বাচনের আগে ওনারা সামনে টেনে আনছেন? আগেই তো এসব প্রসঙ্গ আলোচনায় আনা উচিত ছিল। আমাদের ভূলই যদি ধরতে হয় তাহলে আগেই বলা উচিত ছিল! তাহলে আমরা সঠিক পরিকল্পনা গ্রহন করতে পারতাম।’


শেষ দিকে বাদল রায় ১৩৪ জন কাউন্সিলের তালিকার বাইরে থেকেও যে কেউ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন বলে জানালেন। তবে যে ব্যক্তি নির্বাচন করতে চান তাকে অবশ্যই ফুটবলের সঙ্গে সরাসরি দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বলে জানান বাদল রায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া