adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্না দে-র রেকর্ডেড গানের সংখ্যা কত?

MANNA Dayবিনোদন ডেস্ক : ভারতীয় উপমহাদেশের সেরা সংগীত শিল্পীদের একজন হচ্ছেন মান্নাদে।তার সম্পর্কে অনেক কিছুই আমরা জানি আবার অনেক কিছুই জানি না।আড়াই বছর আগে তার মৃত্যু হলেও এখনো তাকে নিয়ে ছোট খাটো গবেষণা যে হয় না তা নয়।তার সম্পর্কে সবারই জানা উচিত এমন ১০টি বিষয় উঠে এসেছে।বলা হচ্ছে-এগুলো না জানলে মান্নাদে সম্পর্কে আপনার জানার পরিধিটা ঠিক পূর্ণ হবে না।

তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করা যাক তাঁর সম্পর্কিত কিছু ‘অন্য’ তথ্য দিয়ে।

১ মান্না দে-র প্রথম একক প্লে-ব্যাক ‘রাম রাজ্য’ ছবিতে, ১৯৪২ সালে।

২ মান্না দে-র রেকর্ডেড গানের সংখ্যা ৩৫০০-এরও বেশি।

৩ শুধুমাত্র লতা মঙ্গেশকরের সঙ্গেই মান্না দে-র ডুয়েটের সংখ্যা ১১৩।

৪ মহম্মদ রফি সাহেবের সঙ্গে মান্না দে-র ডুয়েটের সংখ্যা ১০১।

৫. পণ্ডিত ভীমসেন যোশীর সঙ্গে মান্না দে দ্বৈত সঙ্গীতে অবতীর্ণ হয়েছিলেন ১৯৫৬ সালের ‘বসন্ত বাহার’ ছবিতে। গানটি ছিল— ‘কেতকী গুলাব জুহি’।

৬ মান্না দে রাজেশ খান্নার বিরাট ফ্যান ছিলেন। গানকে যেভাবে রাজেশ তাঁর স্ক্রিন প্রেজেন্সে ফুটিয়ে তুলতেন, সেটাই তাঁর বিশেষ পছন্দের বিষয় ছিল বলে বার বার বলেছেন কিংবদন্তি গায়ক।

৭ প্রয়াণের সময়ে তাঁর ব্যাঙ্ক ব্যালান্স ছিল মাত্র ১২ লক্ষ টাকা।

৮ ১৯৭১-এ পেয়েছেন পদ্মশ্রী। ২০০৫-এ পদ্মবিভূষণ, ২০০৭-এ দাদাসাহেব ফালকে পুরস্কার।

৯ হরিবংশ রাই বচ্চনের ‘মধুশালা’ কাব্যের গীতিরূপে প্রধান গায়ক ছিলেন তিনিই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া