adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হুমকির মুখে সালাউদ্দিন প্যানেল, নির্বাচন নিয়ে শংকা

DSC00077জহির ভূইয়া : বাফুফে নির্বাচনের আর মাত্র বাকী দুই দিন। বাঁচাও ফুটবল ব্যানারে ১৪ দফা আর সালাউদ্দিনের ২৫ দফা উশতেহার ঘোষনাও হয়ে গেছে। এখন শুধু যে যার পক্ষের কাউন্সিলদের সঙ্গে সৌজন্য মোলাকাতের পর্ব শেষ করবে। কিন্তু এখানেই বিপত্তি ঘটেছে। হুমকির মুখে কাজী সালাউদ্দিন প্যানেল ও তার কাউন্সিলরা। হুমকি দেয়া হচ্ছে সালাউদ্দিন প্যানেলকে। এ তথ্য আজ নিজেই স্বীকার করলেন সালাউদ্দিন।

নির্বাচন থেকে সরে যেতে কাজী সালাউদ্দিনকে সরকারী একটি বাহিনী থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। এমন খবর সকাল থেকেই ক্রীড়াঙ্গনের বাতাস গরম করে রেখেছে। আজ হোটেল পূর্বানীতে সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের কাউন্সিলদের সঙ্গে বৈঠক করতে দেয়নি প্রতিপক্ষ বাঁচাও ফুটবল পরিষদ। হুমকি দেয়া হয়েছে। হুমকির খবরটিকে আরও উস্কে দিয়েছে হোটেল পূর্বানীর ঘটনা। এ তথ্য আজ সালাদ্দিন নিজেই সাংবাদিকদের ডেকে বললেন।

আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের সালাউদ্দিন পরিস্থিতির ব্যাখা দিতে গিয়ে বলেন,‘পূর্বানীতে আমরা কাউন্সিলদের নিয়ে বৈঠক করছি না নিরাপত্তার কারনে। সত্য কথা হল পূর্বানী হোটেল আমাদের অফিসিয়াল হোটেল। সেখানে আমরা বাফুফের সব অনুষ্ঠান করি। হোটেল থেকে আমাদের বলা হয়েছে আপনারা এখানে অনুষ্ঠান করবেন না। আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারব না। হোটেল থেকে আমাকে বলা হয়েছে আমরা আপনাকে জায়গা দিতে পারব না। এটা আমার ৮ বছরের ফুটবল ফেডারেশনের ক্যারিয়ারে হয়নি। গত দুই দিন ধরে এমন কিছু বিষয় হচ্ছে যা আমি প্রকাশে বলতে চাইছি না। সবাই নিরাপত্তা নিয়ে টেনশনে আছে। ঢাকার বাইরের কাউন্সিলরা আসতে চাইছে না। ঢাকার ক্লাব গুলোও ভয় পাচ্ছে। মুলত নিরাপত্তার অভাবেই আমরা অনুষ্ঠানটি আপাতত বন্ধ রেখেছি।

পূর্বানী হোটেলে কারা হুমকি দিয়েছে জানতে চাইলে সালাউদ্দিন বলেন,‘চাপ তো চার দিক থেকেই আসছে। এটা তো সবাই জানে। আর হোটেল কর্তৃপক্ষকে চাপ দিয়ে লাভ কি! তারা বলেছে আপনারা এখানে অনুষ্ঠান কোন ভাবেই করতে পারবেন না।’

কাউন্সিলদের কি হুমকি দেয়া হচ্ছে? প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন,‘এটা আপনারার জানেন আমিও জানি সত্যি। কাউন্সিররা বলেছে অনুষ্ঠানটি স্থগিত করায় বলেছে তারা খুশি। তারা না-কি বেঁচে গেছে।’

৩০ এপ্রিল নির্বাচের দিন কি বাজে কোন পরিস্থিতি হতে পারে? জবাবে সালাউদ্দিন বলেন,‘হ্যাঁ এ শংকা আমরা করছি। এটা আমাদের বিবেচনায় আছে।’ আপনাকে হুমকি দেয়া হয়েছে? সালাউদ্দিন বলেন,‘আপাতত হুমকি পাচ্ছি না। তবে ১৫ দিন আগে আমাকে ব্যক্তিগত ভাবে ঐ পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছিল। কিন্তু সেটা গায়ে মাখিনি।’

নির্বাচন কি শেষ অবদি হবে? আর যদি নির্বাচন স্থগিত হয়ে যায় তাহলে ফিফা-এএফসি বাংলাদেশ ফুটবলকে আবারও বিশ্ব ফুটবল থেকে বরখান্ত করে বসে? জবাবে সালাউদ্দিন বলেন,‘আমার সঙ্গে এএফসির জেনারেল সেক্রেটারীর কথা হয়েছে। তিনি বলেছেন আমাদের এখানকার পরিস্থিতিতে তিনি খুশি নন। আর ফিফা-এএফসি নির্বাচন তদারকি করবে। নির্বাচন হতেই হবে।  এর কোন বিকল্প নেই। আমি বলতে পারি একজন বাংলাদেশী হিসেবে এদেশের ফুটবলে আবারও কালো অধ্যায় শুরু হউক তা আমি অবশ্যই চাই না।’ শেষ অবদি আপনি নির্বাচনে আছেন তো? জবাবে সালাউদ্দিন বলেন,‘সরে যাবার প্রশ্নই উঠে না।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া