adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্লে কোর্টে নাদালের ইতিহাস

NADALস্পোর্টস ডেস্ক : নবম বার্সেলোনা ওপেন জিতে ক্লে কোর্টে ইতিহাস গড়েছেন রাফায়েল নাদাল। এই নিয়ে ৪৯ বার ক্লে কোর্টের শিরোপা জিতলেন তিনি। ক্লে কোর্টের ইতিহাসে নাদাল এখন যৌথভাবে সর্বোচ্চ শিরোপাধারী।

১৯৭০-৮০ মৌসুমে গুইল্লেরমো-ও ক্লে কোর্টে ৪৯টি শিরোপা জেতার গৌরব অর্জন করেন।

রোববারের ফাইনালে জাপানের নিশিকোরির বিপক্ষে ৬-৪, ৭-৫ গেমে জেতেন নাদাল। ১০ বারের মুখোমুখি লড়াইয়ে এই নিয়ে ৯ বার নিশিকোরিকে হারালেন তিনি।

নয়বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদালকে গত বছর তার প্রিয় কোর্টে চেনা রূপে দেখা যায়নি। তবে বার্সেলোনায় দারুণ এই জয়ে আগামী মে মাসে হতে যাওয়া এবারের ফরাসি ওপেনে দারুণ কিছুর আভাস দিলেন ২৯ বছর বয়সী এই তারকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া