adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেরেই গেল চেলসি

CHELSEYস্পোর্টস ডেস্ক : শুরুটা একটু এলোমেলো করলেও নিজেদের মাঠে ধীরে ধীরে গুছিয়ে নেয় সোয়ানসি। ক্রমেই চেলসির রক্ষণে চাপ তৈরি করতে থাকে তারা।

১৭ ও ১৮তম মিনিটে ভালো দুটি আক্রমণ করলেও গোল পায়নি সোয়ানসি। ১৭তম মিনিটে বক্সের মধ্যে থেকে নেওয়া জিলফি সিগুর্ডসনের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক আসমির বেগোভিচ।

পরের মিনিটে স্প্যানিশ রাইট-ব্যাক আনহেল রানহেলের শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ২৫তম মিনিটে বক্সের মধ্য থেকে বাঁ পায়ের শটে আইসল্যান্ডের মিডফিল্ডার সিগুর্ডসনই দলকে এগিয়ে দেন।

৩৭তম মিনিটে আন্দ্রে আইয়ুর নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক আসমির বেগোভিচ। ৪১তম মিনিটে বক্সের মধ্য থেকে নেওয়া ডাচ মিডফিল্ডার লেরয় ফেরের হেডও ঠেকান তিনি।

গোল শোধে মরিয়া চেলসি প্রথমার্ধের যোগ করা সময়ে এক মিনিটের মধ্যে দুটি গোলের সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি। সেস ফাব্রেগাসের থ্রু বলে নেওয়া অস্কারের শট ফিরিয়ে দেন সোয়ানসির এক খেলোয়াড়। খানিক পরই আলেসান্দ্রে পাতোর বাঁ পায়ের শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধে দুই দল সমানে সমানই খেলে। তবে রুবেন লফটাস-চিক, পাতোদের সুযোগ কাজে লাগানোর ব্যর্থতায় সমতায় ফিরতে পারেনি চেলসি।

অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ হারালেও ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় সোয়ানসি।

প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ পর হারের মুখ দেখা চেলসি ৩২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দশম স্থানেই আছে। এক ম্যাচ বেশি খেলে সোয়ানসির পয়েন্ট ৪০।

দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ৩-৩ গোলে ড্র করে ফেরে আর্সেনাল। ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেন ভেঙ্গারের দল। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার্স।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া