adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্ক এড়াতে তিন পদ ছাড়লেন মমতা

momota_106724আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের তিনটি উচ্চপর্যায়ের  সরকারি কমিটির শীর্ষপদ ছেড়েছেন  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো হলো পুরস্কার প্রদান, আর্থিক সহায়তা মঞ্জুর করা সম্পর্কিত পরামর্শদাতা কমিটি এবং কয়েকটি বিষয়ের উপর নজরদারি সম্পর্কিত কমিটি।

দেশটির নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় সরকারের কোনো লাভজনক পদে থাকা যায় না। বিধানসভা নির্বাচনে আগামী মাসে মনোনয়নপত্র জমা দেবেন মমতা।  তাই তিনটি পদ থেকে ইস্তফা দিলেন মমতা।

তবে প্রশাসন সূত্রমতে, যে পদগুলো থেকে মমতা পদত্যাগ করেছেন, সেগুলো ‘লাভজনক পদ’ (অফিস  প্রফিট) হিসেবে চিহ্নিত নয়। তাই সেগুলো থেকে পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা ছিল না। বিতর্ক এড়াতেই ওই তিন পদ ছেড়েছেন মমতা।

এদিকে নির্বাচন কমিশনও মমতার এই পদ ছাড়াকে  ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছে। নির্বাচনের জন্য কোনো মন্ত্রীকে এ ধরনের পদ ছাড়তেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া