adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনু বললেন – খাদেলা উত্তেজিত রমনী

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি বাইরের মানুষ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় তিনি খালেদা জিয়াকে উত্তেজিত রমনী বলেও উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘উত্তেজিত রমনী কি বললো, আর কী না বললো তা আমলে নিতে নেই। তিনি ঢাল তলোয়ার নিয়ে মধ্যযুগে ফিরে যেতে চান। বাংলাদেশের জনগণের সঙ্গে যুদ্ধ করতে চান। তিনি হয়তো জানেন না এখন আর ঢাল তলোয়ার তৈরিই হয় না।’
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃর্তী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইনু বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন ছিল সাংবিধানিক ধারা রক্ষার নির্বাচন। সে নির্বাচনে খালেদা জিয়া অংশ না নিয়ে রাজনীতি থেকে ছিটকে পড়েছেন। তাকে অপেক্ষা করতে হবে ২০১৯ সালের আগামী নির্বাচনের জন্য।’
খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য সবার আগে আপনার পাশ থেকে জঙ্গিবাদীদের, বন্ধুকধারীদের, যুদ্ধপারাধীদের বিদায় করতে হবে। তাহলে হয়তো আবারও আপনি রাজনীতি করার সুযোগ পাবেন।’
এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিচিম, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, পৌর মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা কৃষি অফিসার তৌফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার প্রমুখ।
পরে ভেড়ামারা উপজেলা চত্বরে ৩ দিনব্যাপী জাতীয় কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন ইনু। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে প্রণোদনা পুরস্কার তুলে দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া