adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বাংলাদেশ – ভারত ম্যাচ, এখনও সেমিফাইনালের আশা সাকিবের

sakib-2-300x203ক্রীড়া প্রতিবেদক : টানা দুই ম্যাচ হেরে  বিদায়ের পথ অনেকটাই তৈরী করে ফেলেছে বাংলাদেশ। তারপরেও শেষ চারের স্বপ্ন দেখেন অল রাউন্ডার সাকিব আল হাসান। যদিও কাজটা কঠিন, তারপরেও শেষ দুই ম্যাচ জিতে শেষ চারে পৌঁছানোর একটা কঠিন সমীকরণ সাকিবের সামনে। এ সমীকারণ সামনে নিয়েই আজ ২৩ মার্চ বুধবার চেন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

ম্যাচ সামনে রেখে আজ অফিসিয়াল প্রেস কনফারেন্সে দলের পক্ষ থেকে আসেন অল রাউন্ডার সাকিব আল হাসান। কথা বলেন কালকের ম্যাচ নিয়ে। সাকিব বলেন,‘ আপনারা সবাই জানেন বাস্তবতা কি। এখান থেকে সেমিফাইনালে যাওয়া কঠিন। তবে গাণিতিক হিসেবে আবার কিছুটা সুযোগও আছে। তবে আমাদের চিন্তা কালকের ম্যাচ নিয়ে। এরপর পরের ম্যাচ নিয়ে ভাববো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিং মোটেও ভালো হয়নি। গোটা তিনেক ক্যাচ হতছাড়া হয়েছে। ভারতের বিপক্ষে ভালো ফিল্ডিংয়ের উপর জোর দিলেন সাকিব আল হাসান। বলেন,‘ অস্ট্রেলিয়ার বিপেক্ষ আমরা হতাশাজনক ফিল্ডিং করেছি। ২০ ওভার ম্যাচে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমাদের দলে ভালো কিছু ফিল্ডার রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভুলগুলো করেছি, সেটা ভারতের বিপক্ষে করা যাবে না।’

ভারতের বিপক্ষে বোলিংয়ে পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন,‘ অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং আমাদের খারাপ হয়নি। ছোট ছোট ভুল থাকতে পারে। সেগুলো ভারতের বিপক্ষ সুধরে নিতে হবে।’

অস্ট্রেলিয়ার কাছে হারের জন্য ব্যাটিংকে দায়ি করলেন সাকিব। বললেন,‘ আসলে রান কিছুটা কম হয়ে গিয়েছিল।১৭০-১৮০ রান হলে ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারত।’


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া