adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩২ মিনিট লিফটে আটকা ছিলেন স্বাস্থ্যমন্ত্রী- উদ্ধার করল ফায়ার সার্ভিস

health_min_lift_27375_1476100135নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ের লিফটে প্রায় ৩২ মিনিট আটকে ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শেষ পর্যন্ত লিফট ভেঙে মই দিয়ে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

১০ অক্টােবর সোমবার বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্যান্টিনের সামনে নতুন লিফটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকাল ৩টা ৪৫ মিনিটে মন্ত্রী নিচে নামতে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্যান্টিনের সামনের নতুন লিফটে ওঠেন। মাঝপথে হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যায়।

লিফটে এসি বা ফ্যান না থাকায় এসময় স্বাস্থ্যমন্ত্রী অস্বস্তিবোধ করতে থাকেন। জরুরি টেলিফোন বা বেল বাজিয়েও কোনো কাজ হয়নি।

এক পর্যায়ে ৪টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে মই দিয়ে লিফট থেকে স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধার করেন।

এসময় তার সহকারী একান্ত সচিব মীর মোশারফ হোসেন ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শহীদুল্লাহও লিফটে আটকা ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী লিফট সরবরাহকারী ঠিকাদার ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, সম্প্রতি নতুন এ লিফটটি চালু হয় সচিবালয়ে। এর মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে যাতায়াত করা যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া